মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬


কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠানে মুগ্ধ মাশরাফি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম

জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে মুগ্ধ হয়েছেন বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। শনিবার সন্ধ্যায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় এ আয়োজন করা হয়। এমন অনুষ্ঠানে অংশ নিতে পেরে বেশ আনন্দিত টাইগার কাপ্তান।

কক্সবাজারের হাফেজ ইয়াসিন আরাফাত খানের (৮৬ দিনে হাফেজ) হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়ার পর এমন অনুভূতির কথা জানান তিনি।

মাশরাফি বলেন, এমন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে অনেক ভালো লাগছে। বাংলাদেশ থেকে অনেকে দেশের বাইরে গিয়ে কোরআন প্রতিযোগিতায় যখন পুরস্কার পায় তখন খুব ভালো লাগে।

এটা আমাদের জন্য অনেক গর্বের বিষয়। এতে আমাদের দেশের সম্মান বাড়ে। আমি আশা করি ভবিষ্যতে এর সংখ্যা আরও অনেক বাড়বে।

তবে অনুষ্ঠানে আসতে দেরি করায় বাচ্চাদের কণ্ঠে কোরআন শুনতে না পারায় অনেকটা আক্ষেপ করেন মাশরাফি। বলেন, এখানকার প্রতিযোগীদের মতো আমার মেয়েও কোরআন তেলাওয়াত শিখছে।

ভবিষ্যতে এই রকম আয়োজনে কোরআন তেলাওয়াত শুনবো। এছাড়া অনুষ্ঠানে জাতীয় দলের খেলোয়াড়দের জন্য সবার কাছে দোয়া চান টাইগার কাপ্তান।

 


সম্পর্কিত খবর