মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত রাষ্ট্রের দায়িত্বে কে যাবেন সেই ফয়সালা আল্লাহ করবেন : জামায়াতে আমির শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান অধ্যাপক আখতার ফারুক রহ.-এর জীবন-কর্ম আলোচনা সভা অনুষ্ঠিত হেফাজতের মহাসমাবেশ সফলে সাভারে উলামা সম্মেলন অনুষ্ঠিত  কারাগারে পাঠানোর নির্দেশের পর জামিন পেলেন মাওলানা মাসউদুল করীম ইজতেমা মাঠের মামলায় মাওলানা মাসউদুল করীম কারাগারে নারী সংস্কার কমিশনের ত্রুটি জানানো হলো ঐকমত্য কমিশনকে

মন ভালো রাখার ৭ উপায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব : আনন্দ, অশ্রু, কান্না, হাসি। জীবন চলার পথে এ শব্দগুলোই তো আমরা খুঁজে পাই।তবে জীবনের মেঠোপথে আমরা আনন্দ ও হাসিকে বড় করে না দেখে অশ্রু আর বেদনাকেই বড় করে দেখি। যার ফলে কখনো কখনো থমকে যায় আমাদের জীবন। হারিয়ে ফেলি স্বাভাবিক জীবন ব্যবস্থা।

জীবন প্রবাহে তো একটু বিষণ্নতা আসবেই। না হলে কী জীবনের প্রকৃত আনন্দ পাবেন? তাই আমাদের উচিৎ জীবনের আনন্দ বাতায়নে মুখ বের করে সজীব পৃথিবী দেখা। দুঃখকে শক্তি আর বেদনাকে পাথেয় হিসেবে গ্রহণ করা।

জীবনে শত দুঃখ পেতে পারেন। তাই বলে মন খারাপ করতে হবে? সবকিছু ঝেড়ে ফেলে আশা আর প্রত্যাশার হিসেব কষে কিছু উপায় মেনে চললে আমরা আমাদের মনকে নিমিষেই করে তুলতে পারি ফুরফুরে। কাজে আনতে পারি স্বাভাবিক গতি।তাই চলুন এবার নিমিষেই মন ভালো করার ৭টি উপায় জেনে আসি-

১. মন ভালো রাখার সবচেয়ে কার্যকারী `ওষুধ` হিসেবে পরিচিত হাসি। শত মন খারাপেও একচিলতে হাসি সব দুঃখ ভুলিয়ে দিতে পারে। গবেষকরা বলছেন, শুধু মন নয়, শরীরকে সুস্থ রাখতেও সাহায্য করে `প্রাণ খুলে হাসি`৷ এছাড়াও এটি রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

২. শরীরচর্চাও আপনার মন ভালো রাখতে পারে। শরীরচর্চার ফলে অ্যান্ডরফিন নামক হরমোন নির্গত হয়; যা মন ভাল রাখতে সাহায্য করে। এছাড়া গবেষণায় দেখা গেছে, শরীরচর্চা উদ্বেগ ও মানসিক অবসাদ কমাতেও সাহায্য করে।

৩. সকালে ঘুম থেকে উঠে চায়ের কাপ নিয়ে কয়েক মিনিট রোদে বা জানলার ধারে গিয়ে দাঁড়াতে পারেন। এতে আপনার শরীর পর্যাপ্ত পরিমাণে ভিটামিন `ডি` পাবে। সূর্যালোকে এমন রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, যা মানসিকভাবে সুস্থ রাখে।

৪. হঠাৎ কোনো কারণে মন খারাপ হলে ইসলামি সঙ্গীত শুনুন।কুরআন তেলাওয়াত করুণ। নিজে কুরআন তেলাওয়াত না করতে পারলে নেট থেকে সার্চ  দিয়ে শুনতে পারেন।

৫. বাসায় থাকা আনন্দ স্মৃতি বিজরিত জিনিসগুলো একটু নেড়েচেড়ে দেখুন।স্মৃতিগুলো মনে করুণ। সেই স্মৃতিতে ভেসে যাওয়ার চেষ্টা করুণ।

৬. নিজের ব্যবহৃত কম্পিউটার , সেলফোনে মন ভালো করে দেওয়ার মতো ছবি স্ক্রিন সেভারে দিয়ে রাখুন।একটু ছবিটির দিকে তাকিয়ে থাকুন।

৭. মন ভালো করতে লিখতে পারেন ডায়েরিতে মজার কোনো স্মৃতি । মেয়েরা হাত রাঙ্গাতে পারেন মেহেদিতে।অথবা প্রিয়জনের জন্য প্রিয় কোনো রেসিপি রান্না করুণ। দেখবেন আপনার মন অনেকটা ফুরফুরে হয়ে উঠেছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ