মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

জেদ্দায় জমিয়তের ২ নেতাকে সংবর্ধনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা, সৈয়দপুর আলীয়া মাদরাসার সাবেক উপাধ্যক্ষ মাওলানা সৈয়দ আব্দুন নূর ও জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের জেনারেল সেক্রেটারী হাফিজ মাওলানা সৈয়দ তামিম আহমদ জেদ্দা মহানগরীতে সংবর্ধিত।

গত ৯ ফেব্রুয়ারি জমিয়তে উলামায়ে ইসলাম জেদ্দা মহানগরীর উদ্যোগে আয়োজিত উক্ত সংবর্ধনা সভা শতস্ফুর্তভাবে বিপুল নেতা কর্মীদের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে।

জমিয়তে উলামায়ে ইসলাম জেদ্দা মহানগরীর সভাপতি হাফেজ মাওলানা আব্দুল জলিল এর সভাপতিত্বে ও জমিয়তে উলামায়ে ইসলাম জেদ্দা মহানগরীর সহ সাধারণ সম্পাদক মাওলানা মুজিবুর রহমান এর পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে কোরআনে পাক থেকে তেলাওয়াত করেন জমিয়তে উলামায়ে ইসলাম জেদ্দা মহানগরীর আন্তর্জাতিক সম্পাদক হাফেজ আমিনুল ইসলাম ও আব্দুল্লাহ বিন হারিছ ।

সংবর্ধনা অনুষ্ঠানে আলোচনায় অংশগ্রহণ করেন জমিয়তে উলামায়ে ইসলাম জেদ্দা মহানগরীর সিনিয়র সহ সভাপতি মাওঃ মাশহুদ কামাল, জমিয়তে উলামায়ে ইসলাম জেদ্দা মহানগরীর সংগ্রামী সেক্রেটারি মাওঃ হারিছ উদ্দিন, সহ সাধারণসম্পাদক মাওলানা আব্দুল হালিম ,অর্থ সম্পাদক মাওলানা হুসাইন আহমদ,সাংগঠনিক সম্পাদক হাফেজ এহসান উল্লাহ, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা সাদিকুর রহমান, প্রচার সম্পাদক হাফেজ রফিক , প্রশিক্ষণ সম্পাদক কারি শরিফ আহমদ, নির্বাহী সদস্য মাওলানা বিলাল, হাঃ যুবায়ের প্রমুখ । তারানা পাঠ করেন মাওঃ উবায়দুল্লাহ আশরফ।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা দেশের বর্তমান পরিস্থিতিতে জালেম শাসকের বিরুদ্ধে ঐক্যের বিকল্প নাই বলে দাবি করেন এবং জমিয়তের মূল ধারার উপর অটল থেকে জমিয়তের কাজকে বিশ্বময়ি এগিয়ে নিয়ে যাওয়ার জোর দাবি জানান।

পরিশেষে সভাপতির বিদায়ী বক্তব্য ও প্রধান অতিথি মাওলানা সৈয়দ আব্দুন নূর সাহেবের দোয়ার মাধ্যমে সভার সমাপ্ত ঘোষণা করা হয় ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ