বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ ।। ২৪ বৈশাখ ১৪৩২ ।। ১০ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
ইত্তেফাকুল মাদারিসিল ক্বাওমিয়্যাহ কেরানীগঞ্জের শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত শাপলা ও পিলখানার বিচার দাবিতে জমিয়তের বিক্ষোভ মিছিল সামরিক হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের ভারতকে যুদ্ধ যুদ্ধ খেলা বন্ধ করতে হবে: ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ হজযাত্রীদের সবধরনের সুবিধা দেওয়ার নির্দেশ সৌদি যুবরাজের নারী কমিশন ইসলামিক চিন্তাবিদদের সমন্বয়ে পুনর্গঠন করতে হবে ইসলামী ঐক্যজোটের সঙ্গে সংলাপে বসছে ইসলামী আন্দোলন আইসক্রিম খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা ভালো? অধিকাংশ সংস্কার প্রস্তাবে ইসলামী আন্দোলনের ঐকমত্য, কয়েকটিতে দ্বিমত কোনো সন্ত্রাসী যেন দেশে প্রবেশ করতে না পারে: আইজিপি

‘ঢাকাকে ইসলামিক ট্যুরিজম সিটি ঘোষণা করা হচ্ছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকায় ওআইসি-ভূক্ত ২৫ দেশের পর্যটন মন্ত্রীরা এক সম্মেলনে যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ এ সম্মেলন উদ্বোধন করেছেন।

এ সম্মেলনে ইসলামিক ট্যুরিজমের উপর গুরুত্ব দেয়া হবে। একই সঙ্গে সম্মেলনে ঢাকা শহরকে ইসলামিক ট্যুরিজম সিটি ঘোষণা করা হবে।

এ বিষয়ে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের চেয়ারম্যান নাসির উদ্দিন বিবিসিকে বলেন, আমাদের এখানে অনেকগুলো বিষয় নিয়ে আলাপ-আলোচনা হচ্ছে। হালাল ট্যুরিজম ক্ষুদ্র একটি পার্ট।

তিনি জানান, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে বাংলাদেশে সবকিছু হালাল, সে বিষয়টি জোরালো-ভাবে তুলে ধরা হবে।

জানা যায়, বাংলাদেশে হালার পর্যটনকেন্দ্র বিস্তৃতিতে সম্মেলনে আলোচনা হবে। সারাবিশ্বে বর্তমানে হালাল পর্যটনের চাহিদা বৃদ্ধি পেয়েছে।

ট্যুরিজম বোর্ডের চেয়ারম্যান বলেন, যেহেতু এটি ওআইসি দেশগুলোর সম্মেলন সেজন্য হালাল ট্যুরিজমের বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

২০১৯ সালের জন্য ঢাকা শহরকে 'ওআইসি সিটি অব ট্যুরিজম' হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত হয়েছে বলে তিনি জানান।

এছাড়া পর্যটন খাতের জন্য একটি ট্রেনিং সেন্টার স্থাপনের প্রস্তাব করেছে বাংলাদেশ।

বাংলাদেশর ৮৮টি স্থানে ইসলামিক ঐতিহ্য এবং স্থাপনা সংরক্ষণের জন্য ১৩০ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব করেছে।

বাংলাদেশ আশা করছে ওআইসির কাছ থেকে এ বিষয়ে অর্থ সহায়তা পাবে।

সূত্র: বিবিসি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ