মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

অনাকাঙ্ক্ষিত ফোন কলের যন্ত্রণায় আ. লীগ নেতারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম

অনাকাঙ্ক্ষিত ফোন কলের যন্ত্রণায় ভুগছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা। দেশি-বিদেশি বিভিন্ন নম্বর ব্যবহার করে আওয়ামী লীগ নেতাদের হুমকি-ধমকিসহ অশ্লীল-অশ্রাব্য ভাষা ব্যবহার করে প্রতিনিয়ত ফোন দিয়ে যাচ্ছেন কে বা কারা, এমন অভিযোগ পাওয়া গেছে। ফোনে শুধু নেতাদেরই নয়, তাদের মা-বাবা, স্ত্রী-সন্তানদের জড়িয়েও অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়। বিশেষ করে এসব অযাচিত ফোন কল রাতের বেলাই বেশি আসে। বেশ কিছুদিন ধরে আসা ফোন কলের যন্ত্রণায় বিব্রত আওয়ামী লীগের কয়েকজন নেতা বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

শুরুতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনাকাঙ্ক্ষিত ফোনের বিষয়ে অবহিত করা হলেও নেতারা এখন আর তা করছেন না।

হুমকি-ধমকি পাওয়া এই নেতারা জানিয়েছেন, বিএনপি-জামায়াতের সমালোচনা করে যেদিনই রাজনৈতিক সভা-সমাবেশে বা টকশো-তে বক্তব্য রাখেন, সেদিন এসব ফোন যন্ত্রণায় বেশি ভুগতে হয় নেতাদের।

ফোনে হুমকি ও গালিগালাজের শিকার হওয়া নেতাদের মধ্যে রয়েছেন— দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্মসাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। অন্য নেতারাও কালে-ভদ্রে যন্ত্রণাদায়ক ফোন কল পেয়ে থাকেন বলে জানা গেছে। তবে উল্লিখিত নেতারাই বেশি ফোন পান।

যোগাযোগ করা হলে এসব নেতা বলেন, আগে বিব্রত হতাম, এখন বিষয়টি সয়ে গেছে। কারণ, জানি এদেরকে থামানো যাবে না। অপেক্ষায় আছি, কখন তাদের ধৈর্যচ্যুতি ঘটে, তারা নিজে থেকেই ফোন দেওয়া বন্ধ করে। জানা গেছে, বিশ মিনিট, আধা ঘণ্টা পর্যন্ত এসব ফোনালাপ চলে।

ঘটনার শিকার নেতারা জানিয়েছেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও বিষয়টি অবহিত করেছেন তারা।

জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ ফোন যন্ত্রণার কথা স্বীকার করে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অনেকদিন ধরে দেশি-বিদেশি বিভিন্ন নম্বর থেকে ফোন আসছে। রিসিভ করার সঙ্গে সঙ্গে শুনতে হয় অশ্লীল গালাগাল। হুমকি-ধমকিও আসে।’ তিনি বলেন, ‘বিএনপির দুর্নীতি-দুঃশাসনের সমালোচনা করে যেদিন বক্তব্য রাখি, সেদিনই এসব ফোন আসে। গালিগালাজ শুনতে হয়।’ রাত দুপুরেই এসব ফোন বেশি আসে বলেও জানান তিনি। হানিফ বলেন, ‘জিরো জিরো জিরো অথবা ওয়ান ওয়ান ওয়ান এমন সব নম্বর থেকে ফোনগুলো বেশি পাই। এমন সব ভাষা ব্যবহার করা হয়, যা প্রকাশ করা যায় না।’

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘অনাকাঙ্ক্ষিত ফোন কলগুলো দেশি নম্বর থেকেও আসে। তবে বেশি আসে অনেকগুলো ওয়ান ওয়ান নম্বর থেকে। মনে হয় কলগুলো বিদেশ থেকে বেশি আসে। বিশেষ করে যুক্তরাজ্য ও মধ্যপ্রাচ্য থেকে।’

তিনি জানান, বিএনপির শীর্ষ একনেতাও বেশকিছু দিন আগে তাকে ফোন করে হুঁশিয়ার করেন। খালিদ বলেন, ‘এই ফোনগুলো এত বেশি আসে যে, এখন অভ্যস্ত হয়ে পড়েছি। কখনও কখনও একেবারে চুপ করে থাকি, অন্যপ্রান্ত থেকে কখন ফোন কাটা হয়, সেই অপেক্ষায়।’

আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া বলেন, ‘‘আমাদের দলের অনেক নেতাকে বিভিন্ন সময়ে ফোন করে 'থ্রেট' করা হয়।’’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ