মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত রাষ্ট্রের দায়িত্বে কে যাবেন সেই ফয়সালা আল্লাহ করবেন : জামায়াতে আমির শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান অধ্যাপক আখতার ফারুক রহ.-এর জীবন-কর্ম আলোচনা সভা অনুষ্ঠিত হেফাজতের মহাসমাবেশ সফলে সাভারে উলামা সম্মেলন অনুষ্ঠিত  কারাগারে পাঠানোর নির্দেশের পর জামিন পেলেন মাওলানা মাসউদুল করীম ইজতেমা মাঠের মামলায় মাওলানা মাসউদুল করীম কারাগারে নারী সংস্কার কমিশনের ত্রুটি জানানো হলো ঐকমত্য কমিশনকে

ঢাবিতে শুরু হলো আন্তর্জাতিক নূরসী সম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আরবি বিভাগ ও দ্য ইস্তাম্বুল ফাউন্ডেশন ফর সায়েন্স এন্ড কালচার’র যৌথ উদ্যোগে প্রথম আন্তর্জাতিক নূরসী সম্মেলন শুরু হয়েছে সোমবার।  ৫ ফেব্রুয়ারি নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ সম্মেলন শুরু হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান দু’দিনব্যাপী এই সম্মেলন উদ্বোধন করেন। সম্মেলনের প্রতিপাদ্য হলো ‘লিভিং ইন পিচ এন্ড হারমনি: দি রিসালা-ই নূর পারসপেক্টিভ’।
আরবি বিভাগের চেয়ারম্যান ও সম্মেলনের আহবায়ক অধ্যাপক ড. মোহাম্মদ ইউছুফ-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান।

মূল বক্তব্য উপস্থাপন করেন তুরস্ক বিজ্ঞান একাডেমির সদস্য এবং তুরস্কের উসকুদার বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আলপারসলান আচিকগেনচ। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারতের আলিয়াহ্ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ মশিউর রহমান, আন্তর্জাতিক ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া’র ড. এলমাইরা আখমেতোভা, সিংগাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি’র প্রফেসর ড. সাঈদ ফরিদ আলআতাস এবং তুর্কির প্রফেসর ড. ইসহাক অজগেল।

সম্মেলন শুরুতে বদিউজ্জামান সাঈদ নূরসী’র উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করেন। পরে স্বাগত বক্তব্য দেন সম্মেলনের মহাসচিব ড. আব্দুল্লাহ আল-মা’রূফ। এই সম্মেলনের তাৎপর্য তুলে ধরেন ‘দি ইস্তাম্বুল ফাউন্ডেশন ফর সায়েন্স এন্ড কালচার, তুর্কি’র সমন্বয়ক ড. হাকান গোলরজ।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘দি ইস্তাম্বুল ফাউন্ডেশন ফর সায়েন্স এন্ড কালচার’-এর পরিচালক সেইট ইউসি এমপি, বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত ডেভরিম অজতুর্ক, কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. সাজাহান মিয়া, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া প্রমুখ। দু’দিনব্যাপী এই সম্মেলনে দেশি বিদেশি সংশ্লিষ্ট বিশেষজ্ঞগণ তাঁদের জ্ঞানগর্ভ প্রবন্ধ উপস্থাপন করবেন।

এ সময় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ভাষার মাসে সকল ভাষা শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আগত অতিথিদের স্বাগত জানান। তিনি বলেন, ইসলামের শান্তি ও সংহতির দর্শন প্রাত্যহিক জীবনে প্রয়োগ করতে হবে। ধর্মীয় গোঁড়ামী কিংবা চরমপন্থার কোন অস্তিত্ব বাংলাদেশে থাকতে পারে না। বাংলাদেশ সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দেয় না, সন্ত্রাসবাদ ও উগ্রবাদের বিপক্ষে বাংলাদেশের অবস্থান। তুরস্কের সাথে ভবিষ্যতে যৌথ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন উপাচার্য।

তিনি আরো বলেন, তুরস্কসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে গবেষণাসহ যেকোন যৌথ কার্যক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সবসময়ই আগ্রহী। আমন্ত্রিত অথিতি ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক ও মিডিয়া কর্মি সহ বিভিন্ন দেশের তরুণ নবীণ ও প্রবীন শিক্ষার্থী ও সাংবাদিক। উপস্থিত ছিলেন আওয়ার ইসলমাম ২৪ ডট কমের প্রধান সম্পাদক মুফতি আমীমুল ইহসান ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা গাজি সানাউল্লাহসহ প্রমূখ।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ