মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

কাতারে বাংলাদেশি মালিকানাধীন নুজুম লিমুজিনের উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাতার প্রবাসী বাংলাদেশি উলামায়ে কেরামের নেতৃত্বে পরিচালিত ‘নুজুম গ্রুপে’র প্রথম প্রকল্প ‘নুজুম লিমুজিন’ এর শুভ উদ্বোধন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নুজুম গ্রুপের উদ্যোক্তা ও ফাইনান্স ডিরেক্টর হাফেজ মাওলানা তাজ উদ্দীন আহমেদ এর উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘নুজুম লিমুজিন’ এর কাতারি স্পন্সর শেখ গানেম হোসেন মুরাইখি ।

অনারেবল ডিরেক্টর হাফেজ মাওলানা হাবিব জুবায়ের এর কণ্ঠে কুরআন কারিম তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

নুজুম গ্রুপের প্রধান উদ্যোক্তা ও ম্যানেজিং ডিরেক্টর চৌধুরী হাসান মাহমুদ বলেন, নুজুম গ্রুপের আজকের এই সফলতার পেছনে সকল পরিচালক এবং শেয়ার হোল্ডারদের অবদান রয়েছে , তাই আমি সবার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনাদের সহযোগিতা অব্যাহত থাকলে নুজুম গ্রুপ কাতারে একটি সুনাম ধন্য প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে ইনশাআল্লাহ।

বিশেষ অতিথির বক্তব্যে নুজুম গ্রুপের ভাইস চেয়ারম্যান হাফেজ মাওলানা আবদুল হাসিব চৌধুরী বলেন, আমাদের পথ চলা মাত্র শুরু হয়েছে । আমাদের গন্তব্য বহু দূরে। আপনাদের সহযোগিতা পেল আমাদের কাংখিত লক্ষ্যে এগিয়ে যাবো দুর্বার গতিতে ইনশাআল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে শেখ গানেম হোসেন মুরাইখি বলেন, হালালভাবে ব্যবসা পরিচালনা করবেন তাহলে আল্লাহ তাআলার রহমত আপনাদের সাথে থাকবে। আপনাদের সন্তানদের হালাল খাদ্য খাওয়ানোর চেষ্টা করবেন তাহলে তারা সৎ সন্তান হিসেবে গড়ে উঠবে।

সভাপতির বক্তব্যে নুজুম গ্রুপের চেয়ারম্যান হাফেজ মাওলানা সাহাদাত হোসাইন বলেন, আলহামদুলিল্লাহ নুজুম গ্রুপ কাতার প্রবাসী বাংলাদেশি উলামায়ে কেরামের নেতৃত্বে পরিচালিত সর্ব বৃহৎ প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে। যার নেতৃত্বে রয়েছে একদল দক্ষ ও যোগ্য লোক। আপনাদের সবার সহযোগিতা অব্যাহত থাকলে এই প্রতিষ্ঠান একদিন কাতার প্রবাসী বাংলাদেশিদের আশা ভরসার স্থানে পরিণত হবে ইনশাআল্লাহ ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অনারেবল ডিরেক্টর হাফেজ মাওলানা ইজাবুল হক, হাফেজ মাওলানা মুস্তাফিজুর রহমান, আব্দুল্লাহ আল নোমান, পারচেজ ডিরেক্টর শাহ মাসুম খাদেম, মার্কেটিং ডিরেক্টর বশির আহমেদ প্রমুখ।

যে কারণে কলকাতার বড় মসজিদের নাম ‘নাখোদা মসজিদ’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ