মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
রাষ্ট্রের দায়িত্বে কে যাবেন সেই ফয়সালা আল্লাহ করবেন : জামায়াতে আমির শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান অধ্যাপক আখতার ফারুক রহ.-এর জীবন-কর্ম আলোচনা সভা অনুষ্ঠিত হেফাজতের মহাসমাবেশ সফলে সাভারে উলামা সম্মেলন অনুষ্ঠিত  কারাগারে পাঠানোর নির্দেশের পর জামিন পেলেন মাওলানা মাসউদুল করীম ইজতেমা মাঠের মামলায় মাওলানা মাসউদুল করীম কারাগারে নারী সংস্কার কমিশনের ত্রুটি জানানো হলো ঐকমত্য কমিশনকে ভারতের আক্রমণ মোকাবেলায় পাকিস্তানের প্রস্তুতি

২০ দলীয় জোটে যোগ দিচ্ছেন মুফতি ইজহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মুফতি ইজহারুল ইসলাম চৌধুরীর নেজামে ইসলাম পার্টি বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটে যোগ দেবে বলে জানা গেছে।

এ বিষয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতও করেছেন মুফতি ইজহার।

রবিবার (২৮ জানুয়ারি) রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠেয় জোটের বৈঠকে এ বিষয়ে আলোচনা হবে।

নেজামে ইসলাম পার্টি আগে থেকেই ২০ দলীয় জোটে ছিল। কিন্তু জোট থেকে ইসলামী ঐক্যজোট বের হয়ে এলে তিনিও বের হয়ে আসেন।

নেজামে ইসলাম পার্টি বর্তমানে দুটি অংশে বিভক্ত। একটির নেতৃত্বে মুফতি ইজহার থাকলেও অপরটির নেতৃত্বে রয়েছেন মাওলানা আবদুল লতিফ নেজামী। তিনি ইসলামী ঐক্যজোটেরও চেয়ারম্যান।

অনলাই পোর্টাল বাংলাট্রিবিউন সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১২ ডিসেম্বর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক হয় নেজামে ইসলাম পার্টির।  সে বৈঠকেই চূড়ান্ত হয় মুফতি ইজহারুল ইসলাম ফের ২০ দলীয় জোটে যোগ দেবেন।

এ বিষয়ে শনিবার (২৭ জানুয়ারি) দিবাগত রাতে আনুষ্ঠানিকভাবে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন মুফতি ইজহার। এসময় তার সঙ্গে নেজামে ইসলাম পার্টির ১৬ জন নেতা উপস্থিত ছিলেন।

মুফতি ইজহার জানান, দেশের আলেম-ওলামাকে ঐক্যবদ্ধ করতে খালেদা জিয়াকে পরামর্শ দিয়েছেন তিনি।

বৈঠকে নেজামে ইসলাম পার্টির আরও অংশ নেন— মহাসচিব মাওলানা আবদুল মালেক আতহারী, সহসভাপতি আলহাজ আবদুর রহমান চৌধুরী, যুগ্মমহাসচিব মাওলানা মূসা বিন ইজহার, সহসাংগঠনিক সম্পাদক মুফতি দ্বীনে আলম হারুনী,কেন্দ্রীয় সদস্য মাওলানা মুস্তাফিজুর রহমান মাহমুদী প্রমুখ।

খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ