বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

ত্রিদেশীয় ক্রিকেট সিরিজের টিকিটে বাংলাদেশ বানান ভুল!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  বাংলাদেশ, জিম্বাবুয়ে এবং শ্রীলঙ্কার অংশগ্রহণে চলছে ত্রিদেশিয় ক্রিকেট সিরিজ ২০১৮।

সিরিজের অংশ হিসেবে আগামীকাল শুক্রবার (১৯ জানুয়ারি) বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যকার ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। এ জন্য খেলা দেখতে টিকিট সংগ্রহ করেছেন অনেকেই। তবে টিকিটে বড় ধরনের এক ভুল চোঁখে পড়েছে অনেকেরই। টিকিট সংগ্রহ করার পর তাতে দেখা যায় বাংলাদেশ বনাম শ্রীলংকা এর জায়গায় বাংলাদেশ বানানই ভুল রয়েছে।

টিকিটে ইংরেজিতে বড় অক্ষরে BANGLADESH (বাংলাদেশ) এর বদলে লিখা রয়েছে BNANGLADESH(বিনাংলাদেশ) । ত্রিদেশিয় ক্রিকেট সিরিজের টিকিটে এত বড় ধরনের ভুল দেখে এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং ক্রিকেট বোর্ডের প্রতি ক্ষুব্ধ হয়েছেনে অনেকেই।

অনেকেই ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে তীব্র সমালোচনা করছেন। বলছেন নিজের দেশেরই বানান ভুল এটা মেনে নেওয়া যায়না। যারা টিকেট ছাপা বা এর সাথে যুক্ত ছিলেন তারা দায়িত্বজ্ঞানহীন। তাদের সচেতনতার সাথে বানান চেক করে টিকিট ছাপানো উচিৎ ছিলো। কেউ কেউ বলছে , এটা অনাকাঙ্খিত ভুল তবে, মেনে নেওয়ার মতো নয়।

সাজিদ নামে এক ফেসবুক ব্যবহারকারী টিকিটের ছবি আপলোড দিয়ে লিখেছেন, ‘বাংলাদেশ বানানই ভুল। এটা কিছু হলো? এ ধরনের ভুল আমরা কখনো আশা করি না।’

মাহফুজ উদ্দিন খান নামে অপর একজন লিখেছেন, ‘একটি আন্তর্জাতিক টুর্নামেন্টে এই ধরণের ভুল একদম গ্রহণযোগ্য নয়। নিজের দেশের নামের বানান ভুল করে চরম অবহেলার নজির রাখলো বিসিবি।’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ