বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

রোহিঙ্গাদের জন্য অস্থায়ী শিবির বানাচ্ছে মিয়ানমার!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ সোমবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘গ্লোবাল নিউ লাইটস অব মিয়ানমার’ এক প্রতিবেদনে জানিয়েছে, মিয়ানমার থেকে পালিয়ে আসা দেশটির সংখ্যালঘু রোহিঙ্গা জাতিগোষ্ঠীর জন্য অস্থায়ী শিবির নির্মাণ করছে সু চি সরকার। রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার পর সেসব অস্থায়ী শিবিরে রাখা হবে।

প্রতিবেদনে বলা হয়, জানুয়ারি মাসের শেষ দিকে প্রায় ১শ’টি ভবনের নির্মাণ কাজ শেষ হবে। নির্মাণ করা এসব ভবনগুলোয় ৩০ হাজার রোহিঙ্গার ঠাঁই হবে।

সোমবার মিয়ানমারের নেপিদোতে বাংলাদেশ ও মিয়ানমারের কর্মকর্তারা রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বৈঠকে বসেছেন। এমন দিনেই গ্লোবাল নিউ লাইটস অব মিয়ানমার খবরটি প্রকাশ করলো। গত ২৩ নভেম্বর স্বাক্ষরিত প্রত্যাবাসন চুক্তি স্বাক্ষরের পর যৌথ ওয়ার্কিং গ্রুপের এটাই প্রথম বৈঠক।

প্রতিবেদনে বলা হয়, উত্তর রাখাইনের হ্লা পো খাউং এলাকায় রোহিঙ্গাদের জন্য এই অস্থায়ী শিবির গড়ে তোলা হচ্ছে। মিয়ানমার সরকার প্রত্যাবাসনের জন্য তাদের গ্রহণ করার পর অস্থায়ী ট্রানজিট ক্যাম্প হিসেবে সেগুলোকে ব্যবহার করা হবে।

মিয়ানমারের মানবিক সহায়তা, পুনর্বাসন এবং উন্নয়ন বিভাগের প্রধান সমন্বয়ক অং টুন থেট জানান, ফিরে আসা রোহিঙ্গাদের তথ্য যাচাইয়ের পর অস্থায়ী শিবিরে পাঠানো হবে। এরপর তারা নিজ ভূমিতে ফিরতে পারবেন।

 

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ