মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

সিলেটে জাতীয় ইমাম সমিতির তেলাওয়াত সম্মেলনের আজ দ্বিতীয় দিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ জাতীয় ইমাম সিলেট মহানগরীর উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী কুরআন তিলাওয়াত সম্মেলনের আজ দ্বিতীয় ও শেষ দিন।

গতকাল ২১ ডিসেম্বর বৃহস্পতিবার তেলাওয়াত সম্মেলনের প্রথম দিন সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত অনুষ্ঠান সুষ্ঠবাবে সম্পন্ন হয়।

এতে বিভিন্ন অধিবেশনে মহানগর ইমাম সমিতির সিনিয়র সহ সভাপতি মাওলানা ক্বারী শহিদ আহমদ, সহ সভাপতি মুফতী বুরহান উদ্দিনের পৃথক পৃথক সভাপতিত্বে এবং সহ সভাপতি মাওলানা নুর আহমদ কাসেমী, সাধারণ সম্পাদক মাওলানা ক্বারী সিরাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক মুফতী আব্দুর রহমান শাহজাহান, সদস্য হাফিজ আবিদ হাসান ও হাফিজ মাহাদী হাসান মিনহাজের যৌথ পরিচালনায় উপস্থিত ওলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

শাবিপ্রবি পদার্থ বিভাগের বিভাগীয় প্রধান ড. প্রফেসর শাহ আলম, সিলেট এম.সি কলেজের ইসলামী স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মাহমুদুল হাসান, জামেয়া মাদানিয়া বিশ্বনাথের মুহাদ্দিস মাওলানা হাম্মাদ আহমদ গাজীনগরী প্রমুখ বক্তব্য রাখেন।

পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন, জাতীয় পুরস্কারপ্রাপ্ত কারী জহির উদ্দিন, কারী শফিকুর রহমান, হাফিজ মিফতাহু উল ইসলাম, হাফিজ মিনহাজুল ইসলাম, হাফিজ নাঈম আহমদ, হাফিজ উসমান গণি, হাফিজ নাহিদুল ইসলাম, হাফিজ আফিফুর রহমান, হাফিজ মুজিবুর রহমান, হাফিজ শাহ রায়হান, হাফিজ এহসান, হাফিজ হাবিব উল্লাহ আমীনি, হাফিজ মামুনুর রশীদ।

এসময় আরো আলোচনা করেন, বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা রেজাউল করিম জালালী, জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সদস্য মাওলানা শিব্বির আহমদ বিশ্বনাথী, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা এহসান উদ্দিন, মুফতী কমর উদ্দিন প্রমুখ।

বক্তারা তাদের আলোচনায়, সমাজে আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় কুরআনের নিজেদের চেতনায় মিশিয়ে ফেলার আহবান জানান।

আজ ২২ ডিসেম্বর তেলাওয়াত সম্মেলনের শেষ দিন দেশের শীর্ষ হাফেজ ক্বারী ও জাতীয়-আন্তর্জাতিক পর্যায়ে পুস্কারপ্রাপ্ত শিশু-কিশোর ক্বারীগণ তেলাওয়াত করবেন।

 এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ