মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬


পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের অস্বাভাবিক দর বৃদ্ধি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জীবন বিমা খাতের কোম্পানি পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারদর বাড়ছে। গত ২৩ নভেম্বর থেকে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) পর্যন্ত ১৬ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর প্রায় ২৮ দশমিক ৪৯ শতাংশ বেড়েছে।

তবে এ দর বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। অন্যদিকে সাম্প্রতিক দর বৃদ্ধির পেছনে ‘কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই’ বলে ডিএসইকে জানিয়েছে কোম্পানিটি।

তথ্যমতে, ডিএসইতে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারদর গত ২৩ নভেম্বর ছিল ৪০ টাকা ৪০ পয়সা। এটি সর্বশেষ কার্যদিবসে (বৃহস্পতিবার) ৫১ টাকা ৯১ পয়সায় দাঁড়িয়েছে। সেই হিসেবে গত ১৬ কার্যদিবসেই কোম্পানিটির শেয়ারদর ১১ টাকা ৫১ পয়সা বেড়েছে।

এ দর বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। যে কারণে দর বাড়ার কারণ জানতে কোম্পানিটিকে নোটিশ দিয়েছিল ডিএসই। এর জবাবে দর বৃদ্ধির পেছনে ‘কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই’ বলে জানিয়েছে পদ্মা লাইফ।

উল্লেখ্য, ২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত শরিয়াহ্ভত্তিক বিমা কোম্পানিটির বিরুদ্ধে অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয়, জীবন বিমা তহবিলের টাকা ভিন্ন খাতে বিনিয়োগ, সম্পদের তথ্য গোপন ও নিজস্ব ভবন নির্মাণে অনিয়মসহ বেশকিছু অভিযোগ কয়েক বছর ধরেই আলোচিত হচ্ছে, যে কারণে এর আগে জরিমানার মুখে পড়েছে কোম্পানিটি।

বিমা নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ কোম্পানিটির বিরুদ্ধে ওঠা অনিয়মের অভিযোগ খতিয়ে দেখছে। এসব কারণেই কোম্পানিটির প্রতি আগ্রহ হারাচ্ছে গ্রাহকরা। পুঁজিবাজারেও কোম্পানিটির প্রতি সাধারণ বিনিয়োগকারীদের আগ্রহ ক্রমেই কমছে। ২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত আর্থিক বছরে বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে পদ্মা ইসলামী লাইফ ।


সম্পর্কিত খবর