মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

কাতারে মুফতী আমিন রহ. কে নিয়ে আলোচনা সভা ও ছাত্র খেলাফতের কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাতারে আল্লামা মুফতী ফজলুল হক আমিনী রহ. এর জীবন, কর্ম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কাতার শাখা ইসলামী ছাত্র খেলাফতের আয়োজনে রাজধানী দোহার নিউ জামান হোটেল মিলনায়তনে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় আলোচনা সভা শুরু হয়।

কাতার ধর্মমন্ত্রণালয় পরিচালিত আওকাফ অন্তর্বুক্ত ইমাম ও খতিব, বাংলাদেশ বেতারের নিয়মিত ক্বারী, ইসলামী ছাত্র খেলাফত কাতার শাখার উপদেষ্ঠা হাফেজ, ক্বারী হুসাইন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব ও ইসলামী ঐক্যজোটের উপদেষ্টা, আল্লামা শায়েখ সাজিদুর রহমান।

বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার প্রেসিডেন্ট মসজিদের খতিব, বিশ্ব আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী, ঢাকার যাত্রাবাড়ীতে অবস্থতি মারকাজুত তানযীল আল ইসলামিয়া ইন্টাঃ মাদরাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল হাফেজ মাওলানা সাইফুল ইসলাম।

সভায় বক্তব্য রাখেন ইসলামী ঐক্যজোটে কাতার শাখার অন্যতম নেতা, আওকাফ অন্তর্ভূক্ত প্রবীন ইমাম ও খতিব, হাফেজ মাহমুদুল হাসান, আওকাফ অন্তুর্বুক্ত খতিব হাফেজ মাহমুদুল্লাহ, হাফেজ আজিজুল হক, হাফেজ মানসুর আহমেদ, হাফেজ নাসির আহমেদ, কাতার শাখা বিএনপির সাধারণ সম্পাদক শেখ হুমায়ুন কবির, কাতার সাংবাদিক এ্যাসোসিয়োসনের সভাপতি আমিনূল ইসলাম, ইসলামী ছাত্র খেলাফত কেন্দ্রীয় সহ ছাত্র কল্যাণ সম্পাদক, হাফেজ তাকদির হোসাইন, ছাত্রনেতা হাফেজ সফিউল্লাহ সাদেকী, বশির শেহজাদ, মশিউর রহমান, হাফেজ উমর ফারুক (রাজিব), তানভীর প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন, ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক খালেদ  মোশাররফ।

Image may contain: 8 people, hat

প্রধান অতিথির বক্তব্যে আল্লামা শায়েখ সাজিদুর রহমান বলেন, মুফতী আমিনী রহ. কাজ বাস্তবায়নে প্রবাসীদের ভূমিকা গুরুত্বপূর্ণ। মুফতী আমিনী দেশ, জাতি ও ইসলামকে নিয়ে ভাবনার পাশাপাশি প্রবাসী কমিউনিটির জন্য অধিক কাজ করেছেন।

আলোচনা সভায় ইসলামী ছাত্র খেলাফত কাতার শাখার নতুন কমিটি গঠন করা হয়।

কমিটিতে সভাপতি করা হয় হাফেজ তাকদীর হোসাইনকে এবং সাধারণ সস্পাদক করা হয় হাফেজ সফিউল্লাহ সাদেকীকে।

৫১ সদস্য বিশিষ্ট কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হলেন মুহাম্মদ আবদুল্লাহ, সহসভাপতি হেদায়েতুল্লাহ মিসবাহ, আরমান মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হোসাইন, হাফেজ উমর ফারুক (রাজিব), সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, প্রচার সম্পাদক বশির শেহজাদ, দফ্তর সম্পাদক শরিফ উদ্দিন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ