মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত রাষ্ট্রের দায়িত্বে কে যাবেন সেই ফয়সালা আল্লাহ করবেন : জামায়াতে আমির শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান অধ্যাপক আখতার ফারুক রহ.-এর জীবন-কর্ম আলোচনা সভা অনুষ্ঠিত হেফাজতের মহাসমাবেশ সফলে সাভারে উলামা সম্মেলন অনুষ্ঠিত  কারাগারে পাঠানোর নির্দেশের পর জামিন পেলেন মাওলানা মাসউদুল করীম ইজতেমা মাঠের মামলায় মাওলানা মাসউদুল করীম কারাগারে নারী সংস্কার কমিশনের ত্রুটি জানানো হলো ঐকমত্য কমিশনকে

তিনি ক্যান্সার রোগীদের বিনা পয়সায় গন্তব্যে পৌঁছে দেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার  ইসলাম: 
ক্যান্সার রোগীর খোঁজে রাস্তায় অপেক্ষায় থাকেন এই অটোরিকশা চালক! সামনে তেমন কাউকে পেলেই হলো। বিনা পয়সায় সেই রোগীকে হাসপাতাল, বাড়ি বা যেকোন গন্তব্যে পৌঁছে দেয়ায় তার কাজ। তিনি ভারতের আগরতলার ডুকলি পঞ্চায়েতের ঘোষপাড়ার হারাধন দাস বৈদ্য।

সংসারে ভরপুর মানুষ। কিন্তু প্রতি বৃহস্পতিবার বাড়ির খরচের কথা ভাবেন না তিনি। শহরের নাগেরজলা, রাধানগর বা চন্দ্রপুর বাসস্ট্যান্ডের কাছে অটোরিকশায় অপেক্ষা করেন কোনও ক্যান্সার রোগীর।

হারাধন বলেন, এক দিন দেখি বাসস্ট্যান্ড দু’জন দাঁড়িয়ে। এক জনের গলায় কেমোথেরাপির দাগ। ওদের ধরে অটোরিকশায় তুলে নিই। হাসপাতালে পৌঁছনোর পর টাকা না নেওয়ায় অবাক হয়েছিলেন তারা। প্রাণভরে আশীর্বাদ করেন। এটাই বড় প্রাপ্তি।

ওই অটোরিকশা চালকের বক্তব্য, ক্যানসার একটা পরিবারকে কী ভাবে শেষ করে দেয়, তা দেখেছি। এক দিকে শারিরীক যন্ত্রণা, অন্য দিকে আর্থিক। এ ভাবেই তা-ই ওদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি।

এ কাজে তার বন্ধু অটোরিকশা। সেটিতে পোস্টার লাগিয়েছেন হারাধন। লিখে দিয়েছেন তার ফোন নম্বরও। কিন্তু তেমন ভাবে সাড়া না মেলায় হতাশ তিনি।

তার কথায়, অনেকে বিশ্বাসই করতে চান না যে বিনা ভাড়ায় ক্যান্সার রোগীদের গন্তব্যে পৌঁছে দিই। হারাধন জানান, এখনও পর্যন্ত শ’খানেক রোগীকে হাসপাতালে পৌঁছেছেন। তার এই সেবার খবর জানাতে সম্প্রতি তিনি বিজ্ঞাপন লাগানোর চেষ্টা করছেন।

এ কাজে সাহায্যের জন্য ত্রিপুরা ক্যান্সার হাসপাতাল সুপারের কাছে ফোন নম্বর দিয়ে রেখেছেন হারাধন। কোনও রোগীর প্রয়োজনে ঐ নম্বরে ফোন করলেই হাজির হন তিনি।

তিনি বলেন, ‘রোগীদের আশীর্বাদই আমার পুরস্কার। আর কিছু চাই না। আমার স্ত্রী, ছেলেও এ বিষয়ে একমত।’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ