বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ ।। ২৫ বৈশাখ ১৪৩২ ।। ১০ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
পাকিস্তানের ভয়ে ভারতের অম্রিতসারে ফের ব্ল্যাকআউট, ঘরে থাকার নির্দেশ গোপন নথিতে স্ত্রীকে লেখা লাদেনের চিঠি ও মুসলিম রীতিতে দাফনের ঘটনা বিশ্ববিদ্যালয়ে হিজাব নিষিদ্ধ করতে চান ফরাসি মন্ত্রী ইত্তেফাকুল মাদারিসিল ক্বাওমিয়্যাহ কেরানীগঞ্জের শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত শাপলা ও পিলখানার বিচার দাবিতে জমিয়তের বিক্ষোভ মিছিল সামরিক হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের ভারতকে যুদ্ধ যুদ্ধ খেলা বন্ধ করতে হবে: ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ হজযাত্রীদের সবধরনের সুবিধা দেওয়ার নির্দেশ সৌদি যুবরাজের নারী কমিশন ইসলামিক চিন্তাবিদদের সমন্বয়ে পুনর্গঠন করতে হবে ইসলামী ঐক্যজোটের সঙ্গে সংলাপে বসছে ইসলামী আন্দোলন

‘নেতা নয়, নীতির পরিবর্তন যুব আন্দোলনকেই বাস্তবায়ন করতে হবে’ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :    

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, স্বাধীনতা যুদ্ধের একজন অতন্দ্র প্রহরী ছিলেন মাওলানা সৈয়দ ফজলুল করীম মরহুম পীর সাহেব রহ.।

তিনি স্বাধীনতার পরবর্তী ২/৪ জন নেতাদের শাসনামল দেখে আফসোস নিয়ে বলেছিলেন, দেশের মূল পরিবর্তন ও উন্নয়নের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে ‘শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই’ এটা বাস্তবায়ন করতে হবে। এর জন্য ইসলামী যুব আন্দোলনের কর্মী ভাইয়েরাই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

রোববার ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের উদ্যোগে ‘মাওলানা সৈয়দ ফজলুল করীম পীর সাহেব চরমোনাই রহ. এর জীবন ও কর্ম : আমাদের শিক্ষা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মাওলানা সৈয়দ মুহাম্মাদ ফজলুল করিম রহ. এর স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, ‘তিনি একজন যুগ সম্পন্ন ধর্মীয় নেতা ছিলেন। ইসলাম দেশ ও মানবতার বিরুদ্ধে সকল অপশক্তির মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। রাজনীতির ময়দানে তিনি একজন সৎ, যোগ্য ও নিষ্ঠাবান নেতা হিসাবে পরিচিত ছিলেন।’

নগরীর হোটেল রয়্যাল ইন্টারন্যাশনালে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য আলহাজ্ব ডাঃ মোখতার হোসাইন, নায়েবে আমীর হাফেজ মাওলানা অধ্যক্ষ আব্দুল আউয়াল, পীর সাহেব চরমোনাই রহ. এর খলিফা অধ্যক্ষ মাওলানা আব্দুল মজিদ, জামিয়া ইসলামীয়া আরাবিয়া দারুল উলুম খুলনার মুহ্তামিম হাফেজ মাওলানা মুফতী মুশতাক আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি অধ্যক্ষ মাওলানা মুজ্জাম্মিল হক, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন, খুলনা দারুল উলুম মাদ্রাসার মাওঃ নাসির উদ্দিন কাসেমী, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মাদ দ্বীন ইসলাম প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ