বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ ।। ২৫ বৈশাখ ১৪৩২ ।। ১০ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
পাকিস্তানের ভয়ে ভারতের অম্রিতসারে ফের ব্ল্যাকআউট, ঘরে থাকার নির্দেশ গোপন নথিতে স্ত্রীকে লেখা লাদেনের চিঠি ও মুসলিম রীতিতে দাফনের ঘটনা বিশ্ববিদ্যালয়ে হিজাব নিষিদ্ধ করতে চান ফরাসি মন্ত্রী ইত্তেফাকুল মাদারিসিল ক্বাওমিয়্যাহ কেরানীগঞ্জের শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত শাপলা ও পিলখানার বিচার দাবিতে জমিয়তের বিক্ষোভ মিছিল সামরিক হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের ভারতকে যুদ্ধ যুদ্ধ খেলা বন্ধ করতে হবে: ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ হজযাত্রীদের সবধরনের সুবিধা দেওয়ার নির্দেশ সৌদি যুবরাজের নারী কমিশন ইসলামিক চিন্তাবিদদের সমন্বয়ে পুনর্গঠন করতে হবে ইসলামী ঐক্যজোটের সঙ্গে সংলাপে বসছে ইসলামী আন্দোলন

বগুড়ায় বসেছে ঐতিহ্যবাহী মাছের মেলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শফিক রহমান
আওয়ার ইসলাম

প্রতি বছরের মতো এবারও নবান্নকে কেন্দ্র করে বগুড়ায় বসেছে ঐতিহ্যবাহী মাছের মেলা। বিভিন্ন এলাকার লোকজনের ব্যাপক সমাগম হয়েছে এতে।

মেলা উপলক্ষে আশপাশের ৩০ গ্রামে রীতিমতো উৎসবের আমেজ। গৃহস্থ ঘরে নাইওর এসেছে নববধু আর মেয়েজামাই। ঐতিহ্যের ধারাবাহিকতায় অন্যবারের মতো এবারও মেলায় উঠেছে নদীতে ধরা হরেক প্রজাতির বিশাল বিশাল মাছ।

১৬ কেজি ওজনের এই ব্রিগেড মাছটি ঘিরে উৎসুক জনতার ব্যাপক কৌতুহল। বগুড়ার কাহালু বাজারে এমন বড় আকারের আরো কিছু মাছ নজর কাড়ে দর্শনার্থীদের।

মেলায়  দেখা গেছে, এবারও উঠেছে নদীর বাগাড়, পাঙাস, চিতল, কাতল, সিলভার কার্পসহ বড়বড় মাছ।

নবান্ন উপলক্ষ্যে মেলায় মাছ আসতে শুরু করে মধ্যরাত থেকে। মাছের পাশাপাশি দই-চিড়াসহ দেশি নানা পণ্যের সমাহার, মেলায় যোগ করেছে ভিন্নমাত্রা।

বগুড়ার কাহালু বাজারে প্রায় ৫০ বছর আগে এ মেলায় আয়োজন করেন কিছু সংস্কৃতিমনা মানুষ। আর কড়িরহাটে চলছে ২০ বছর ধরে।

এলাকার প্রবীণ ব্যক্তিরা জানান, প্রায় দেড়শ' বছর আগে বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নে ইছামতি নদীর শাখা (খাল) সংলগ্ন পোড়াদহ নামক স্থানে একটি বটবৃক্ষ তলে আয়োজন করা হতো সন্ন্যাসী মেলা।

প্রতি বছরের মাঘ মাসের শেষ অথবা ফাল্গুন মাসের প্রথম বুধবার অনুষ্ঠিত এই মেলা কালের বিবর্তনে হয়ে ওঠে পূর্ব বগুড়াবাসীর মিলনমেলায় ।

নদী তীরবর্তী স্থানে এই মেলায় দিনকে দিন নানা প্রজাতির মাছের আমদানি হতে শুরু করে। এক সময় তা এই অঞ্চলে মাছের মেলা হিসেবে পরিচিতি লাভ করে।

এছাড়াও, স্থানীয় প্রশাসনের সহযোগিতায় ধুনটসহ আরও কয়েকটি এলাকায় নবান্নর উৎসব চলছে বেশ কয়েকদিন ধরেই।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ