বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ ।। ২৫ বৈশাখ ১৪৩২ ।। ১০ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
বিশ্ববিদ্যালয়ে হিজাব নিষিদ্ধ করতে চান ফরাসি মন্ত্রী ইত্তেফাকুল মাদারিসিল ক্বাওমিয়্যাহ কেরানীগঞ্জের শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত শাপলা ও পিলখানার বিচার দাবিতে জমিয়তের বিক্ষোভ মিছিল সামরিক হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের ভারতকে যুদ্ধ যুদ্ধ খেলা বন্ধ করতে হবে: ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ হজযাত্রীদের সবধরনের সুবিধা দেওয়ার নির্দেশ সৌদি যুবরাজের নারী কমিশন ইসলামিক চিন্তাবিদদের সমন্বয়ে পুনর্গঠন করতে হবে ইসলামী ঐক্যজোটের সঙ্গে সংলাপে বসছে ইসলামী আন্দোলন আইসক্রিম খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা ভালো? অধিকাংশ সংস্কার প্রস্তাবে ইসলামী আন্দোলনের ঐকমত্য, কয়েকটিতে দ্বিমত

পরীক্ষাকেন্দ্রে হট্টগোল, আ.লীগ নেতার ১০ দিনের কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : কুষ্টিয়ার মিরপুর উপজেলায় জেএসসি পরীক্ষাকেন্দ্রে জোরপূর্বক ঢোকার চেষ্টাসহ হট্টগোল সৃষ্টির অপরাধে এক আওয়ামী লীগনেতাকে ১০ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মিরপুর থানার ওসি রবিউল ইসলাম জানান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আলম বিশ্বাসকে বৃহস্পতিবার সকালে এই দণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রুহুলকে দণ্ডাদেশ দেওয়া হয়। রুহুল আলম মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম  জানান, আজ মিরপুর উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয়ের জেএসসি কেন্দ্রে দুজন সহযোগীকে নিয়ে জোর করে প্রবেশের চেষ্টা করেন রুহুল আলম।

এ সময় বাধা দিলে পুলিশকে শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করেন তিনি। পরে পুলিশ তাঁকে আটক করে। ওই সময় বাকি দুজন পালিয়ে যায়।

ওসি আরো জানান, আটকের পর পাবলিক পরীক্ষা আইন-১৯৮০ অনুযায়ী, পরীক্ষার হলে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে আটক রুহুলকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম জামাল।

রুহুল আলম “পাবলিক পরীক্ষাসমূহ আইন ১৯৮০” লঙ্ঘন করেছেন জানিয়ে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্র্যাম্যমাণ আদালতের বিচারক এসএম জামাল আহমেদ বলেন, আইনভঙ্গের অপরাধে তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সাজা দিয়ে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আরএম

 

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ