মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত রাষ্ট্রের দায়িত্বে কে যাবেন সেই ফয়সালা আল্লাহ করবেন : জামায়াতে আমির শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান অধ্যাপক আখতার ফারুক রহ.-এর জীবন-কর্ম আলোচনা সভা অনুষ্ঠিত হেফাজতের মহাসমাবেশ সফলে সাভারে উলামা সম্মেলন অনুষ্ঠিত  কারাগারে পাঠানোর নির্দেশের পর জামিন পেলেন মাওলানা মাসউদুল করীম ইজতেমা মাঠের মামলায় মাওলানা মাসউদুল করীম কারাগারে নারী সংস্কার কমিশনের ত্রুটি জানানো হলো ঐকমত্য কমিশনকে

‘রোহিঙ্গা ক্যাম্পে আলেমদের স্থাপিত নলকূপ-সৌচাগারে স্টিকার লাগাচ্ছে এনজিওগুলো’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোহিঙ্গা ক্যাম্পে আলেমদের স্থাপিত নলকূপে রাতের আঁধারে এনজিও সংস্থাগুলো নিজেদের স্টিকার লাগাচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ খেলাফত যুব আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও নেত্রকোণা জেলার সভাপতি গাজী আবদুর রহিম।

সম্প্রতি তিনি উখিয়ার বালুখালী, থ্যাংখালী, কুতুপালংয়ে নির্যাতিত রোহিঙ্গা শরণার্থীদের পরিদর্শন ও ত্রাণ বিতরণ করতে গেলে রোহিঙ্গাদের কাছে এমন তথ্য পান বলে জানান।

এ বিষয়ে আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আবদুর রহিম বলেন, মিয়ানমার সেনাবাহিনীর বর্বর পৈশাচিক নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সরলতার সুযোগে বিভিন্ন এনজিও সেবার নামে ইসলামি তাহজিব-তামাদ্দুন ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে।

তিনি বলেন, আমরা যখন উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা শরণার্থী শিবিরে গেলাম, তখন স্থানীয় অনেকেই অভিযোগ করেন, আলেম ওলামাদের স্থাপিত টিউবওয়েল, শৌচাগার ইত্যাদিতে এনজিও সংস্থাগুলো রাতের অন্ধকারে নিজেদের স্টিকার লাগাচ্ছে।

‘অপরদিকে রোহিঙ্গা ছোট ছোট মাসুম শিশুদের নাচ-গানও শেখাচ্ছে তারা। অথচ এসব রোহিঙ্গারা মুসলিম এবং ইসলামি সংস্কৃতিতেই তারা বড় হয়েছে। কিন্তু এসব বিবেচনা না করে তাদের অপসংস্কৃতি চর্চার মাধ্যমে পথহারা করতে ব্যস্ত।’

তিনি বলেন, অত্যন্ত পরিতাপের বিষয়, যে রোহিঙ্গারা মুসলমান হওয়ার কারণে নিজ দেশ থেকে বিতাড়িত তারাই আজ নব্বই ভাগ মুসলিম দেশে এসে এনজিওদের অপতৎপরতায় ইসলাম হারাতে বসেছে।

গাজী আবদুর রহিম রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে এনজিওগুলোর ইসলাম বিরোধী অপতৎরতা বন্ধে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানান।

‘রোহিঙ্গা সঙ্কট আন্তর্জাতিক সম্প্রদায়কে বোঝাতে ব্যর্থ হয়েছে সরকার’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ