বুধবার, ০৭ মে ২০২৫ ।। ২৪ বৈশাখ ১৪৩২ ।। ৯ জিলকদ ১৪৪৬


রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জর্ডানের রাণী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের রোহঙ্গা নাগরিকদের দেখতে কুতুপালং ক্যাম্পে পরিদর্শন করেছেন জর্ডানের রাণী রানিয়া আবদুল্লাহ। তিনি বেলা সাড়ে ১২টায় ক্যাম্প পরিদর্শন করেন।

আজ সোমবার বেলা ১১টায় এক বিশেষ  বিমানে তিনি কক্সবাজার বিমান বন্দরে পৌঁছান। এরপর বেলা সাড়ে ১২ টায় ক্যাম্পে পৌঁছে বলে জানান উখিয়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. কায় কিসলু।

তাঁর আগমন উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ, বিজিবি ও র‌্যাবসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনসহ বন্ধ রাখা হয়েছে কক্সবাজার-টেকনাফ সড়কে যান চলাচল।

কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল জানিয়েছেন, জর্ডানের রানীর কক্সবাজার আগমন উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

রানী রানিয়া আল আব্দুল্লাহ কক্সবাজারের কুতুপালং ক্যাম্পে পৌঁছে আশ্রয় নেয়া মিয়ানমারের রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুদের অবস্থা পর্যবেক্ষণ এবং তাদের সাথে কথা বলেছেন।

এছাড়াও সেখানে জাতিসংঘের একাধিক সংস্থাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ত্রাণ কার্যক্রম পরিদর্শন করেছেন তিনি।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন, পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেনসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তা এবং রানীর সফরসঙ্গীরা তার সাথে রোহিঙ্গা ক্যাম্পে রয়েছেন।

উল্লেখ্য, জর্ডানের রানী রানিয়া আবদুল্লাহ ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির (আইআরসি) একজন বোর্ড সদস্য। একইসঙ্গে তিনি জাতিসংঘের মানবিক সংস্থাগুলোর পরামর্শক।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ