মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত রাষ্ট্রের দায়িত্বে কে যাবেন সেই ফয়সালা আল্লাহ করবেন : জামায়াতে আমির শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান অধ্যাপক আখতার ফারুক রহ.-এর জীবন-কর্ম আলোচনা সভা অনুষ্ঠিত হেফাজতের মহাসমাবেশ সফলে সাভারে উলামা সম্মেলন অনুষ্ঠিত  কারাগারে পাঠানোর নির্দেশের পর জামিন পেলেন মাওলানা মাসউদুল করীম ইজতেমা মাঠের মামলায় মাওলানা মাসউদুল করীম কারাগারে নারী সংস্কার কমিশনের ত্রুটি জানানো হলো ঐকমত্য কমিশনকে

যশোর ইমাম পরিষদের ১ কোটি ৬ লাখ টাকার ত্রাণ গেলে টেকনাফে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ১ কোটি ৬ লাখ টাকার ত্রাণ নিয়ে শনিবার কক্সবাজারে রওনা দিয়েছেন যশোর জেলার ইমাম পরিষদের নেতারা। এসব অর্থ রোহিঙ্গাদের মধ্যে বিলিয়ে দেবেন তারা।

জানা যায়, যশোরের আটটি উপজেলা থেকে সংগ্রহ করা হয়েছে এসব অর্থ। রোহিঙ্গাদের জন্য মানুষ স্বতস্ফূর্তভাবে এসব দান করেছেন।

ইমাম পরিষদের সভাপতি মাওলানা আনোয়ারুল করিম যশোরীর নেতৃত্বে ৪৩ সদস্যের টিম কক্সবাজারের বিভিন্ন আশ্রায় শিবিরের এ ত্রাণ বিতরণ করবেন।

ত্রাণ ছাড়াও শরণার্থীদের জন্য অর্ধশত ঘর নির্মাণ করে দেয়া হবে। নিরাপদ পানির জন্য স্থাপন করা হবে ১টি গভীর নলকূপসহ ২৫টি টিউবওয়েল।

কক্সবাজার পৌঁছে ৩টি দলে ভাগ হয়ে তারা এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করবেন বলে পরিষদ প্রচার সম্পাদক মাওলানা মিজানুর রহমান জানান।

৪৩ সদস্যের ত্রাণ বিতরণকারী প্রতিনিধি দলের মধ্যে সহ-সভাপতি মাওলানা হামিদুল ইসলাম, মাওলানা হাবিবুর রহমান, মুফতি আব্দুর রশীদ, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা বেলায়েত হুসাইন, উপদেষ্টা মাওলানা আব্দুল হালিম, মাওলানা সাখাওয়াত হুসাইন, সহ-সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল্লাহ, মুফতি শামসুর রহমান, সাংগঠনিক সম্পাদক কামরুল আনোয়ার নাঈম, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আলমগীর হুসাইন, প্রচার সম্পাদক মুফতি মিজানুর রহমান, সহ-প্রচার সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল লতিফ, মাওলানা মিজানুর রহমান, অর্থ সম্পাদক মাওলানা মাজহারুল ইসলাম প্রমুখ রয়েছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ