মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত রাষ্ট্রের দায়িত্বে কে যাবেন সেই ফয়সালা আল্লাহ করবেন : জামায়াতে আমির শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান অধ্যাপক আখতার ফারুক রহ.-এর জীবন-কর্ম আলোচনা সভা অনুষ্ঠিত হেফাজতের মহাসমাবেশ সফলে সাভারে উলামা সম্মেলন অনুষ্ঠিত  কারাগারে পাঠানোর নির্দেশের পর জামিন পেলেন মাওলানা মাসউদুল করীম ইজতেমা মাঠের মামলায় মাওলানা মাসউদুল করীম কারাগারে নারী সংস্কার কমিশনের ত্রুটি জানানো হলো ঐকমত্য কমিশনকে

রোহিঙ্গাদের নিয়ে ৫ ইসলামি সঙ্গীত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মাদ : আরাকান নিয়ে গাইলেন তারুণ্যের পরিচিত মুখ জাগ্রত কবি মুহিব খান। ইতোপূর্বে এই আলেম কবি তার গানে আরাকানের কথা উল্লেখ করলেও এবার তিনি আরাকান নিয়ে সমপূর্ণ একটি গান উপহার দিয়েছেন তার ভক্তদের।

গত ১৯ সেপ্টেম্বর “আরাকান আরাকান” শিরোনামে হলি মিডিয়ার ব্যানারে ইউটিউবে গানটি মুক্তি পায়। গানটির কথা ও সুরও করেছেন কবি নিজেই। আরাকানের নির্যাতিত রোহিঙ্গা মুসলিমদের অধিকার ও তাদের স্বাধীনতা সংগ্রামের কথা উঠে এসেছে গানটিতে।

[embed][/embed]

রোহিঙ্গা মুসলিমদের নিয়ে জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব শিল্পীগোষ্ঠীও ২টি গান গেয়েছেন। গত ১৩ সেপ্টেম্বর “ইউনাইট টুগেদার” শিরোনামে হলি টিউন্স ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পায়। ইতিমধ্যে গানটি কলেরবের দর্শক শ্রোতাদের মাঝে ব্যপক সাড়া ফেলেছে।

যৌথ কণ্ঠে গানটি গেয়েছেন ইকবাল মাহমুদ ও তাওসিফুল হক। গানটির কথা লিখেছেন সাইদুর রহমান চৌধুরী। সুর করেছেন ইকবাল মাহমুদ।

[embed][/embed]

কলরবের ব্যানারে আরেকটি গান মুক্তি পায় ১৯ সেপ্টেম্বর। “রোহিঙ্গাদের প্রাণ” শিরোনামে গানটি যৌথকণ্ঠে গেয়েছেন ওমর আব্দুল্লাহ, আরিফ আরিয়ান, ইকবাল মাহমুদ, নজরুল ইসলাম ও আবির হাসান। গানটির কথা লিখেছেন মুহাম্মাদ রায়হান ও সুর করেছেন আহমদ আব্দুল্লা্হ।

[embed][/embed]

“পারিনা পারিনা সইতে পারিনা” শিরোনামে আরেকটি গান গেয়েছে ইসলামি সাংস্কৃতিক সংগঠন দাবানল শিল্পীগোষ্ঠীর শিল্পীরা। গানটির কথা ও সুর করেছেন মাসুম বিন মাহবুব। কণ্ঠ দিয়েছেন মাসুম বিন মাহবুব, শফিকুল্লাহ শাহীর, আফজাল সামী, আবু ইউসুফ উসামা, আবু তাহের।

হালাল এন্টারটেন্ডমেন্ট এর ইউটিউব চ্যানেলে গানটি গত বছর মুক্তি পায়।

[embed][/embed]

রোহিঙ্গা মুসলিমদের নিয়ে আরেকটি গান গেয়েছে ইসলামি সাংস্কৃতিক সংগঠন আলোড়ন শিল্পীগোষ্ঠীর শিল্পী মায়মুন আশরাফ। “লাখো মুমিনের রক্তে” শিরোনামের গানটি সংগঠনটির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পায় গত বছরের ২১ ডিসেম্বর। গানটির কথা ও সুর করেছেন আশিক ইলাহি।

[embed][/embed]

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ