মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬


আ’লীগ প্রার্থীর জন্য ভোট চাইলেন সাকিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এবার আওয়ামী লীগের জন্য ভোট চাইলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আসন্ন রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সদস্য রাশেক রহমানের পক্ষে ভোট চেয়েছেন।

বুধবার দুপুরে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এক যুব সমাবেশ ও প্রীতি ম্যাচে তিনি উপস্থিত ছিলেন। ওই অনুষ্ঠানে তিনি ভোট চান। অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. নাজমুল আহসান কলিমউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সেখানে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী রাশেক রহমান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক তাবিউর রহমান প্রধান প্রমুখ।

সাকিব আল হাসান তার বক্তব্যে  বলেন, আপনারা আমাকে এতো ভালোবাসেন তা আমি জানতাম না। আমার জন্য দোয়া করবেন। এই অনুষ্ঠানের আয়োজন রাশেক রহমান ভালো মানুষ তার সাথে থাকবেন। রংপুর সিটি করপোরেশন নির্বাচনে তাকে ভোট দিবেন। তাহলে তিনি আপনাদের অনেক উন্নয়ন করবেন।

 

আ’লীগ প্রার্থীর জন্য ভোট চাওয়া নিয়ে সমালোচনা করচেন সাকিব ভক্তরা। বুধবার ফেসবুকে বিষয়টি নিয়ে অনেককে পোস্ট দিতে দেখা যায়।


সম্পর্কিত খবর