মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

‘আমার স্ত্রীকে আল্লাহর পাঠানো ফেরেশতা বলেই মনে হয়’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইরানের এক বিকলাঙ্গ প্রেমিকের গল্প গণমাধ্যমে ব্যাপক আলোড়ন তুলেছে। সফল এ প্রেমিকের গল্প নিয়ে নানা মহলে আলোচনা হচ্ছে।

ইরানের টিভি চ্যানেলে সম্প্রচারিত প্রতিবেদনে বলা হয়েছে, রেজা নামের এক বিকলাঙ্গ ব্যক্তি প্রায় ২০ বছর ধরে 'কাহরিজাক' বিকলাঙ্গ আশ্রমে বসবাস করছিলেন।

তাকে দেখাশোনার দায়িত্বে নিযুক্ত নার্স ব্যক্তিগত সমস্যার কারণে কিছু দিনের জন্য বিকলাঙ্গ আশ্রমে আসতে পারেননি। এ কারণে কর্তৃপক্ষ দায়িত্বপ্রাপ্ত নার্সের জায়গায় এক মহিলাকে বিকলাঙ্গ রেজার সেবা-শুশ্রূষার দায়িত্ব দেন।

মহিলা তার দেখাশোনার দায়িত্ব পালন করতে গিয়ে হঠাৎই এক দিন বিব্রতকর অবস্থায় পড়েন। বিকলাঙ্গ ব্যক্তিটি তাকে জানান, তিনি তাকে (মহিলা) বিয়ে করতে চান। লোকটি তাকে এও বলেন যে, তার মন বলছে তারা বিয়ের পর সুখী হতে পারবেন। মহিলা এ প্রস্তাব শুনে বিস্মিত হন এবং বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেন।

এ অবস্থায় রেজা একদিন ফোন করে মহিলাকে বলেন, "তোমার সাথে পরিচয় হওয়ার পর থেকে আমি জীবনকে নতুনভাবে উপলব্ধি করতে শুরু করেছি। আমার কাছে মনে হচ্ছে, আমি কেবল এই কয়েকটা দিনই বেঁচে আছি। এর আগে আমি ছিলাম মৃত।"

এই আবেগঘন কথা শুনে মহিলার মনে হঠাৎই জন্ম নেয় আলাদা অনুভূতি। তিনি রাজি হয়ে যান। বিয়ে করেন রেজাকে। আশ্রম থেকে রেজাকে বাড়িতে নিয়ে আসেন।

রেজার স্ত্রী সাংবাদিকদের বলেছেন, তিনি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য রেজাকে স্বামী হিসেবে গ্রহণ করেছেন। তিনি এখন খুব সুখী।

স্ত্রী সম্পর্কে রেজার মন্তব্য হচ্ছে, আমার স্ত্রী হচ্ছে আল্লাহর পক্ষ থেকে পাঠানো ফেরেশতা। আমার কাছে তাকে ফেরেশতা বলেই মনে হয়।

মুখে কথা বলতে পারলেও রেজার হাত-পা ও চোখসহ বেশিরভাগ অঙ্গই কাজ করে না।

সূত্র : ওয়েবসাইট


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ