মঙ্গলবার, ০৬ মে ২০২৫ ।। ২২ বৈশাখ ১৪৩২ ।। ৮ জিলকদ ১৪৪৬


বিএনপি পরিকল্পিতভাবে নির্বাচন বানচাল করার চেষ্টা করছে: মেনন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আগামী নির্বাচনে নিজেদের পরিণতি জেনেই বিএনপি পরিকল্পিতভাবে নির্বাচন ও নির্বাচন কমিশনকে বিতর্কিত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।

আজ শনিবার তোপখানা রোডে পার্টি কার্যালয়ে ঢাকা মহানগরী কমিটির সভায় তিনি এ মন্তব্য করেন।

মেনন বলেন, সংবিধান ও সাংবিধানিক প্রক্রিয়াকে উল্টে দেয়াই বিএনপির লক্ষ্য। এটা প্রতিদিনই স্পষ্ট হচ্ছে বিএনপি তার ষড়যন্ত্রের রাজনীতি থেকে এতটুকু বিরত হয়নি এবং তা বাস্তবায়নের জন্য তারা এখন থেকেই ক্ষেত্র প্রস্তুত করছে।

ঢাকা মহানগর কমিটির সভাপতি আবুল হোসাইনের সভাপতিত্বে সভায় পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক কিশোর রায়,মহানগর সম্পাদকমণ্ডলীর সদস্য মো. তৌহিদ প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সাব সেক্টর কমান্ডার মেজর (অব.) জিয়াউদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ