বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৭ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬


সৌদিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ২০০ বাংলাদেশি দোকান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইশ বাংলাদেশি দোকান পুড়ে গেছে। আজ রাজধানী রিয়াদের বাথা মার্কেটে এ ঘটনা ঘটে।

স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে বাথা মার্কেটে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে বলে জানিয়েছেন সেখানকার একটি প্রতিষ্ঠানের কর্মী হাসান তালুকদার। তিনি জানান, আগুন লাগার দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে মার্কেটের অধিকাংশ দোকান পুড়ে ছাই হয়ে যায়।

হাসান তালুকদার আরো জানান, পবিত্র রমজান মাস ও আসন্ন ঈদুল ফিতর সামনে রেখে ব্যবসায় কোটি কোটি টাকা বিনিয়োগ করেছেন বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ীরা। ভয়াবহ আগুনে দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। অনেক বাংলাদেশি ব্যবসায়ী তাঁদের শেষ সম্বল রক্ষা করতে না পেরে কান্নায় ভেঙে পড়েছেন বলে জানান এই প্রত্যক্ষদর্শী।

সৌদি আরবের নতুন যুবরাজ হলেন মোহাম্মদ বিন সালমান


সম্পর্কিত খবর