মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

আব্বাকে শেষ বিদায় জানাতে পারলাম না!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পলাশ রহমান, ইতালি থেকে

মার্চের ৫ তারিখ সকাল বেলা, নাইট শিপ্টের কাজ শেষ করে বাসায় ঢুকেছি। তখনো জামা বদল করা হয়নি। দেশ থেকে ফোন এলো। ফোন করেছেন আমার ভাই, বাবু। জড়ানো গলায় কোনো রকমে উচ্চারণ করলেন, আব্বা আর নেই। আমি খুব স্বাভাবিকভাবে জিজ্ঞেস করলাম, কখন? উত্তর দিলেন- এই মাত্র।

তখন স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার মতো বাজে। আমি ফোন রেখে দিলাম। বেশ শান্তভাবে নাস্তার টেবিলে এসে বসলাম। আমার ভেতরে সে সময় কেমন অনুভূতি হচ্ছিলো তা এখন আর মনে নেই। কোনোভাবেই মনে করতে পারি না। সম্ভবত ছোট একটা ব্লাক আউট হয়েছিল। শুধু এটুকু মনে করতে পারি- আমার একটুও কান্না পেলো না।

লন্ডনে ডাবলু ভাইকে ফোন করলাম। তার ফোন বিজি। বুঝতে পারলাম খবর তার কাছেও পৌঁছে গেছে। টেবিলের উপরে রাখা গ্লাস থেকে কিছুটা পানি খেলাম। এর মধ্যে ভাবী ফোন করলেন। বললাম, শুনেছেন? তিনি কোনো উত্তর দিলেন না। ভিডিও কলে তার চেহারা দেখে বুঝতে পারলাম হয়তো আমার আগেই খবর পেয়েছেন।

জিজ্ঞেস করলাম ভাই কোথায়? তিনি ছোট করে উত্তর দিলেন, দেশে কথা বলছে।

আমি ফোন রেখে দিলাম। একটু পরে ভাই কল করলেন। হাউমাউ করে কাঁদছেন আর বলছেন, সব শেষ। আর কেউ কোনো দিন কিছু বলবে না। এখন থেকে যার যা ইচ্ছা করতে পারবি, কেউ কিচ্ছু জিজ্ঞেস করবে না। কাউকে জবাবদিহি করতে হবে না।

অনেক আগে থেকেই নিজেকে তৈরি করে রেখেছিলাম- আব্বা-মা মারা গেলে আমি কাঁদবো না। চোখের পানি ফেলবো না। শান্ত থাকবো। স্বাভাবিক আচারণ করবো। কাউকে সান্তনা দেয়ায় সুযোগ দিবো না।

আমার আত্মবিশ্বাস ছিল আমি পারবো। ভাই’র সাথে কথা বলার আগে পর্যন্ত পেরেছি। কিন্তু তার কান্না দেখে আর নিজেকে ধরে রাখতে পারিনি। আমি হেরে গিয়েছি। আর তখনি বুঝতে পেরেছি সত্যিই আব্বা নেই। আর কোনো দিন তাকে দেখতে পাবো না। কথা হবে না।

দাফন করা পর্যন্ত প্রায় প্রতিটি মুহূর্ত ভিডিও কলের মাধ্যমে আব্বাকে দেখেছি। বন্ধু রিপন এবং ভাইপো তুষার পুরোটা সময় আমার সাথে অনলাইনে ছিল। মার সাথে কথা বললাম। আত্মীয় স্বজনদের দেখলাম। আর বার বার দেখলাম আব্বার ঘুমন্ত মুখটা।

দেশে ৩ সপ্তাহ থাকার পর ফেব্রুয়ারির ১৩ তারিখে ইতালি ফিরে আসি। দেশ থেকে ফেরার মাত্র ২০ দিনের মাথায় আব্বা চলে গেলেন। দেশে যেতে পারলাম না। তাকে শেষ বিদায় জানাতে পারলাম না। যে টানে প্রতি বছর দেশে ছুটে যেতাম তার একটা বাঁধন ছিড়ে গেলো। মনের অজানতেই শুরু হলো আর একটা ফোন কলের অপেক্ষা।

বাবার মৃত্যুর পর কোনো বিরোধ লাগলে তা নিষ্পত্তির জন্য পারিবারিক কমিটি করে গেছেন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ