মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত রাষ্ট্রের দায়িত্বে কে যাবেন সেই ফয়সালা আল্লাহ করবেন : জামায়াতে আমির শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান অধ্যাপক আখতার ফারুক রহ.-এর জীবন-কর্ম আলোচনা সভা অনুষ্ঠিত হেফাজতের মহাসমাবেশ সফলে সাভারে উলামা সম্মেলন অনুষ্ঠিত  কারাগারে পাঠানোর নির্দেশের পর জামিন পেলেন মাওলানা মাসউদুল করীম ইজতেমা মাঠের মামলায় মাওলানা মাসউদুল করীম কারাগারে নারী সংস্কার কমিশনের ত্রুটি জানানো হলো ঐকমত্য কমিশনকে

ওমান প্রবাসীরা যেভাবে কাটাল শবে বরাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহিন মাহমুদ
ওমান থেকে

যথাযোগ্য মর্যাদায় গতকাল ওমানে পবিত্র শবে বরাত পালিত হয়েছে। এবারের শবে বরাত বাংলাদেশের সঙ্গে একই রাতে পালিত হল।

বাংলাদেশ, পাকিস্তান, ভারত সহ অন্যান্য দেশে এই রাতটিকে গুরুত্ব দেয়া হলেও আরব দেশগুলোতে এর ততটা গুরুত্ব নেই। তাদের মতে এই রাতে বাড়তি ইবাদত করার মতো কিছু নেই।

ওমানেও অনেক মসজিদে জুমুআর খুতবায় এই রাতটিকে গুরুত্ব না দেয়ার প্রতি আলোকপাত করা হয়েছে।

বাঙালি মুসলমান তবুও শবে বরাতের অন্যান্য ওয়াজে শরিক হতে ভুল করেনি। পবিত্র এই রাতটিতে সাধ্যমত ইবাদত করার চেষ্টা করেছেন। নিজেদের গোনাহ মাফের জন্য রোনাজারি করেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে।

আজ বিকেলে একটি বাংলাদেশী প্রতিষ্ঠানে গিয়ে কথা হয় কুমিল্লার দেবিদ্বারের জাকির হোসাইনের সঙ্গে।
: আপনি কতদিন ধরে ওমানে আছেন?
: সাড়ে তিন বছর।
: গতকাল পবিত্র শবে বরাত ছিল। এই রাতটিকে কিভাবে পালন করলেন?
: ইশার নামাজের পর আমাদের ফ্যাক্টরির মসজিদে বয়ান হয়েছে। বয়ান শুনেছি। এরপর নফল নামাজ এবং জিকিরের মাধ্যমে রাতটি পালন করার চেষ্টা করেছি। আজকে রোজা রেখেছি।

কথা হচ্ছিল একই প্রতিষ্ঠানের এনামুল হকের সঙ্গে।

: পবিত্র শবে বরাত উপলক্ষে আপনাদের প্রতিষ্ঠান কি কি উদ্যোগ নিয়েছে।
: কোনো উদ্যোগ নেয়নি। আমরা নিজেদের মতো করে রাতটি পালন করার চেষ্টা করেছি।
: বাংলাদেশে আমরা দেখতে পাই, শবে বরাতের পরের দিন অধিকাংশ প্রতিষ্ঠানই ছুটি ঘোষনা করে। যাতে কর্মচারিরা রাত জাগার ধকল সামলাতে বিশ্রাম নিতে পারে। আপনাদেরও কি আজ ছুটি?
: জ্বি না। কোনো ছুটি পাইনি। অন্যান্য দিনের মতোই আজও ডিউটিতে যেতে হয়েছে। শুধু দুই ঈদ ছাড়া আমাদের আর কোনো ছুটি নেই।
: কেন, আপনারা কি ছুটির আবেদন করেন নি?
: করেছিলাম। আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। প্রবাস জীবনে আমাদের আবেদনের কীইবা মূল্য আছে?

পবিত্র এই রাতটিতে দেশে থাকা পরিবার পরিজনের সাথে কুশল বিনিময় হয়েছে কিনা এই প্রশ্নে এনামুল বলেন,
কথা হয়েছে। তাদের কাছে দোয়া চেয়েছি।

ওমানে প্রায় আট লাখ বাঙালি রয়েছে। প্রায় সবার মধ্যেই গতকাল শবে বরাতের ইবাদতময় উচ্ছ্বাস লক্ষ করা গেছে। 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ