মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত রাষ্ট্রের দায়িত্বে কে যাবেন সেই ফয়সালা আল্লাহ করবেন : জামায়াতে আমির শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান অধ্যাপক আখতার ফারুক রহ.-এর জীবন-কর্ম আলোচনা সভা অনুষ্ঠিত হেফাজতের মহাসমাবেশ সফলে সাভারে উলামা সম্মেলন অনুষ্ঠিত  কারাগারে পাঠানোর নির্দেশের পর জামিন পেলেন মাওলানা মাসউদুল করীম ইজতেমা মাঠের মামলায় মাওলানা মাসউদুল করীম কারাগারে নারী সংস্কার কমিশনের ত্রুটি জানানো হলো ঐকমত্য কমিশনকে

রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের তদন্তের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করলো সু চি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর নিপীড়নের অভিযোগ জাতিসংঘের তদন্তের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করলো শান্তিতে নোবেল জয়ী ও দেশটির স্টেট কাউন্সিলর অং সান সু চি।

গতকাল মঙ্গলবার ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি বিষয়ক হাইরিপ্রেজেন্টেটিভ ফেডেরিকা মগেরিনির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার সময় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জাতিসংঘের এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেন তিনি।

এ সময় অং সান সু চি বলেন, 'জাতিসংঘের ওই সিদ্ধান্তের সঙ্গে মিয়ানমার একমত নয়। এর আগে গত মার্চ মাসে জাতিসংঘ মানবাধিকার কমিশন মিয়ানমারে রোহিঙ্গা নিপীড়ন তদন্তের সিদ্ধান্ত নেয়। কিন্তু মিয়ানমার ওই সিদ্ধান্ত মানবে কি না তা নিয়ে তখন থেকেই অনেকের সন্দেহ ছিল। '

অং সান সু চি আরো বলেন, জাতিসংঘের প্রস্তাব তিনি মেনে নেবেন না। কারণ মিয়ানমার আগেই ওই প্রস্তাব গ্রহণের প্রক্রিয়া থেকে নিজেকে সরিয়ে নিয়েছে। কারণ মিয়ানমার মনে করে, বাস্তব পরিস্থিতির সঙ্গে ওই প্রস্তাব সংগতিপূর্ণ নয়। ওই প্রস্তাব মানলে রাখাইন রাজ্যে রাখাইন ও রোহিঙ্গা সম্প্রদায়ের মধ্যে বিভেদ আরো জোরালো হওয়ার সম্ভবনা রয়েছে।

অন্যদিকে, মানবাধিকার সংগঠনগুলো বলছে, মায়ানমার সীমান্ত পুলিশের চৌকিতে হামলার পর গত কয়েক মাসে শত শত রোহিঙ্গাকে হত্যা করা হয়েছে। এছাড়া বাংলাদেশে পালিয়ে গেছে প্রায় ৭৫,০০০ হাজার রোহিঙ্গা। কিন্তু অং সান সু চি এবং মিয়ানমার সরকার বিষয়টি কাছ থেকে দেখেও জাতিসংঘের প্রস্তাব করলো।

সূত্র : দ্য গাডিয়ান

[কোরআন এবং হাদিসের আলোকে মধুর গুনাগুন ও উপকারিতা]

[কুরআনের সবচেয়ে বড় আলেম কে?]

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ