মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত রাষ্ট্রের দায়িত্বে কে যাবেন সেই ফয়সালা আল্লাহ করবেন : জামায়াতে আমির শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান অধ্যাপক আখতার ফারুক রহ.-এর জীবন-কর্ম আলোচনা সভা অনুষ্ঠিত হেফাজতের মহাসমাবেশ সফলে সাভারে উলামা সম্মেলন অনুষ্ঠিত  কারাগারে পাঠানোর নির্দেশের পর জামিন পেলেন মাওলানা মাসউদুল করীম ইজতেমা মাঠের মামলায় মাওলানা মাসউদুল করীম কারাগারে নারী সংস্কার কমিশনের ত্রুটি জানানো হলো ঐকমত্য কমিশনকে

ভারতে কঠোর নজরদারিতে ২ হাজার মাদরাসা-মসজিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতের উত্তর প্রদেশের ২ হাজার মসজিদ মাদরাসা কঠোর নজরদারিতে রয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

পত্রিকাটি একটি প্রতিবেদনে বলেছে, দিল্লি ও উত্তর প্রদেশে হামলা পরিকল্পনার অভিযোগে ৫ জনকে আটকের পর মাদরাসা মসজিদে নজরদারির সিদ্ধান্ত নেয়া হয়। ইতোমধ্যেই প্রতিষ্ঠানগুলোতে তল্লাশী করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী।

পুলিশ বলছে, দেখা হচ্ছে ওই ২ হাজার মাদরাসা ও মসজিদ কোনো সন্ত্রাসীর সম্পৃক্ততা সেখানে রয়েছে কি না।

সংখ্যালঘু বিষয়ক বিভাগের হিসেবে ৫০০ মাদরাসার মধ্যে ১৫টি রয়েছে ডিগ্রি ও ৫৫টি উচ্চ মাধ্যমিক পর্যায়ের। বিজনুরের পুলিশ এসপি অজয় সানি বলেন, পুলিশ ও অন্যান্য নিরাপত্তা সংস্থা এসব মাদরাসা ও মসজিদগুলোর ওপর কঠোর নজরদারি রেখেছে। কোনো বহিরাগত এসব প্রতিষ্ঠানে আসা যাওয়া করছেন কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। দায়িত্ববান নাগরিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের এসব মাদরাসা ও মসজিদের সঙ্গে ঘনিষ্ট যোগাযোগ রাখার জন্যে অনুরোধ জানানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে। যাতে কোনো তরুণ বিভ্রান্ত হয়ে জঙ্গি সম্পৃক্ততায় জড়িয়ে না পড়ে। তরুণদের প্রতি সংবেদনশীল আচরণ করার কথাও বলছে পুলিশ যাতে তারা জঙ্গি ফাঁদে জড়িয়ে না পড়ে।

গত বৃহস্পতিবার এ যৌথ অভিযানে ৬টি রাজ্য থেকে পুলিশ ৪ তরুণকে গ্রেফতার করে যাদের বয়স ১৯ থেকে ২৫ বছর। তাদের বিরুদ্ধে দিল্লি ও উত্তর প্রদেশের বিভিন্ন স্থানে হামলার পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে।

এছাড়া পুলিশ আরো ৮ তরুণকে আটক করেছে। এদের ৬ জনকে জিজ্ঞাসাবাদ করছে মহারাষ্ট্র পুলিশ। পুলিশ ধৃতদের কাছ থেকে আইএস জঙ্গি সংশ্লিষ্ট পুস্তকও পেয়েছে। এছাড়া আটকের পর যে চার তরুণকে ছেড়ে দেওয়া হয়েছে তাদের আগামী ৬ মাস নজরদারির মধ্যে রাখা হবে।

কামরাঙ্গির চরে উলামা সম্মেলন শুরু; উপস্থিত হয়েছেন শীর্ষ আলেমগণ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ