মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত রাষ্ট্রের দায়িত্বে কে যাবেন সেই ফয়সালা আল্লাহ করবেন : জামায়াতে আমির শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান অধ্যাপক আখতার ফারুক রহ.-এর জীবন-কর্ম আলোচনা সভা অনুষ্ঠিত হেফাজতের মহাসমাবেশ সফলে সাভারে উলামা সম্মেলন অনুষ্ঠিত  কারাগারে পাঠানোর নির্দেশের পর জামিন পেলেন মাওলানা মাসউদুল করীম ইজতেমা মাঠের মামলায় মাওলানা মাসউদুল করীম কারাগারে নারী সংস্কার কমিশনের ত্রুটি জানানো হলো ঐকমত্য কমিশনকে

কওমির স্বীকৃতি বাতিলের দাবিতে আহলে সুন্নাতের মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করে কওমি মাদরাসার সনদের স্বীকৃতি বাতিলের দাবিতে মিছিল করেছে আহলে সুন্নাত ওয়াল জমা’আত নামের একটি সংগঠন। হাতেগোনা কয়েকজনের এই মিছিল থেকে প্রয়োজনে আদালতে যাওয়ার ঘোষণাও দেয় সংগঠনটি।

সোমবার চট্টগ্রাম নগরীর মুরাদপুর বিবিরহাট চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ করে আহলে সুন্নাত।

১১ এপ্রিল কওমি সনদের স্বীকৃতির ঘোষণার পরপরই তা বাতিলে কর্মসূচির ঘোষণা দেয় সংগঠনটি। এ কর্মসূচি হিসেবেই আজকের মানববন্ধন ও মিছিল।

সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সংগঠনের সভাপতি এমএ মতিন বলেন, ‘সরকারের বর্তমান শিক্ষানীতি যথেষ্ট ত্রুটিপূর্ণ। ভোটের রাজনীতির অংশ হিসেবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে কুণ্ঠিত হচ্ছে না।’

তিনি বলেন, “১৭ থেকে ২০ বছর পড়ালেখার পর মাস্টার্স সনদ পেতে হয়। সরকারের হঠকারী সিদ্ধান্তে কওমি ধারায় মাত্র পাঁচ বছরে মাস্টার্সের সনদ প্রাপ্ত হবে।”

“আমরা এ কওমি সনদ বাতিলের দাবিতে দেশব্যাপী আন্দোলনের পাশাপাশি হাই কোর্টে রিট করার মাধ্যমে আইনি পদক্ষেপ নেব,” বলেন মতিন।

জামেয়া আহমদিয়ার শিক্ষার্থী শায়ের মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরীর সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন জামেয়ার ছাত্র সংগঠন যুল-ইয়ামিন ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি মুহাম্মদ শাহজালাল।

কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতির প্রধানমন্ত্রীর ঘোষণা প্রত্যাহার দাবিতে গত শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে আন্দোলনে নামার ঘোষণা দেয় ‘আহলে সুন্নাত ওয়াল জমা’আত’।

তাদের কর্মসূচির মধ্যে প্রথম ধাপে সোমবার ঢাকাসহ সারা দেশের সব জেলা ও উপজেলা সদরে মানববন্ধন কর্মসূচি ছিল।

এছাড়া ১৮ এপ্রিল বিক্ষোভ-সমাবেশ এবং ২০ এপ্রিল সব জেলার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি রয়েছে সংগঠনটির।

আরো পড়ুন: কওমি সনদের স্বীকৃতি বাতিল বিষয়ে আওয়ার ইসলামকে যা বললো সুন্নী জামাত

কওমি সনদের স্বীকৃতি বাতিলে সুন্নী জামাতের কর্মসূচি ঘোষণা

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ