মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত রাষ্ট্রের দায়িত্বে কে যাবেন সেই ফয়সালা আল্লাহ করবেন : জামায়াতে আমির শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান অধ্যাপক আখতার ফারুক রহ.-এর জীবন-কর্ম আলোচনা সভা অনুষ্ঠিত হেফাজতের মহাসমাবেশ সফলে সাভারে উলামা সম্মেলন অনুষ্ঠিত  কারাগারে পাঠানোর নির্দেশের পর জামিন পেলেন মাওলানা মাসউদুল করীম ইজতেমা মাঠের মামলায় মাওলানা মাসউদুল করীম কারাগারে নারী সংস্কার কমিশনের ত্রুটি জানানো হলো ঐকমত্য কমিশনকে

অন্য রকম বাইক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

walking_bikeআবুতালহামিহরাব: এখন থেকে জিমে গিয়ে আর ট্রেড মিলে হাঁটতে হবে না। বাইকেই ব্যায়াম করা যাবে। সঙ্গে যাতায়াত ব্যবস্থা তো আছেই। এমনই এক ধরনের ইলেকট্রিক ওয়াকিং বাইক আবিষ্কার করেছে লোপিফিট। বিশেষ এই বাহনে বসে থাকলে চলবে না। হাঁটতে হবে আপনাকে। আর এ জন্য বাইকের মধ্যে যুক্ত করা হয়েছে ট্রেডমিল।

ট্রেড মিল বাসাইক্লিং হল ব্যায়াম করার জন্য বিশেষ এক যন্ত্র। অনেকে টাকা খরচ করে মেশিনটি বাসায় রাখেন। সময় পাল্টে গেছে। ট্রেড মিলজিমের বাইরে চলে এসেছে লোপিফিটের কল্যাণে। তাদের ওয়াকিং বাইকে ট্রেডমিল থাকায় বাইকে হাঁটা সম্ভব। স্কুটার, ট্রেডমিল এবং ইলেকট্রিক বাইক এর তিনটির সমন্বিত সুবিধা যোগ করা হয়েছে বাইকটিতে।

বিশেষ এই বাইক তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার চলতে সক্ষম মাত্র এক বারের চার্র্জেই। সঙ্গে গিয়ারের গতি বদল করা যাবে। ঘণ্টায় এটি ৪-১৭ মাইল বেগে চলতে পারে।

জানা যায়, ওয়াকিং বাইকের ট্রেড মিলের নিচে আছে সেন্সর। আপনি যখন ট্রেড মিলের ওপর দাঁড়িয়ে সামনের দিকে হাঁটতে শুরু করবেন তখনই সাইকেলটির ইলেকট্রিক ডিভাইসে সংকেত পৌঁছে যাবে। ফলে চালতে শুরু করবে মোটর। এই মোটর হাঁটার গতি বজায় রাখবে আপনার। যদিআপনি দাঁড়িয়ে থাকেন তবে চলতে থাকবে সাইকেলটি। এজন্য আছে ফিহুইল ফাংশন।

বাইটির হাতলে রয়েছে ছোট আকারের ডিসপ্লে। যেখানে বাইকের গতি, ব্যাটারির চার্জের পরিমাণ দেখা যাবে। তবে বাংলাদেশে এখনো পাওয়া যাচ্ছে না বাইকটি। আপাতত বেশ কয়েকটি ডিজাইনের ইলেকট্রিক ওয়াকিং বাইক যুক্তরাষ্ট্র, ম্যাক্সিকো, ক্যারিবিয়ান বাজারে এনেছে লোফিফিট। দাম ২৪৯৫ ডলার। বাংলাদেশি টাকায় মূল্য দাঁড়ায় প্রায় দুই লাখ টাকা।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ