মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত রাষ্ট্রের দায়িত্বে কে যাবেন সেই ফয়সালা আল্লাহ করবেন : জামায়াতে আমির শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান অধ্যাপক আখতার ফারুক রহ.-এর জীবন-কর্ম আলোচনা সভা অনুষ্ঠিত হেফাজতের মহাসমাবেশ সফলে সাভারে উলামা সম্মেলন অনুষ্ঠিত  কারাগারে পাঠানোর নির্দেশের পর জামিন পেলেন মাওলানা মাসউদুল করীম ইজতেমা মাঠের মামলায় মাওলানা মাসউদুল করীম কারাগারে

দারুল উলুম দেওবন্দে মাওলানা মাহফুজুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম
দেওবন্দ থেকে

mahfujul_hakবাংলাদেশের অন্যতম দীনি বিদ্যাপীঠ জামিয়া রাহমানিয়া মুহাম্মাদপুর ঢাকা’র মুহতামিম ও 'বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশে'র যুগ্ম মহাসচিব মাওলানা মাহফুজুল হক এক বিশেষ সফরে আজ ২৪ মার্চ দুপুরে দারুল উলুম দেওবন্দে আসেন৷ তার সঙ্গে বেফাকের একজন শুরা সদস্যসহ রয়েছেন আরো চার জন আলেম৷

জানা যায়, মুম্বাইয়ের একটি ইসলামী সেমিনারে অংশ নিতে তিনি ভারতে আসেন। সেই ফাঁকে আজ দুপুরে দেওবন্দ আসেন মাওলানা মাহফুজুল হক। দুপুর থেকেই বাংলাদেশি শিক্ষার্থীরা তার সাথে সাক্ষাত করতে থাকে৷ তিনি বাংলাদেশি শিক্ষার্থীদের কুশল বিনিময় ও দীর্ঘক্ষণ আলাপ আলোচনা করেন।

দুপুর সোয়া ২টার দিকে দেওবন্দের মুহতামিম আল্লামা আবুল কাসেম নোমানি’র সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। বিকেলে দেওবন্দস্থ পশ্চিম বঙ্গীয় ছাত্র সংগঠন 'হেমায়েত ইসলাম'-এর সভাপতি একটি প্রতিনিধি দলসহ সাক্ষাত করেন৷

হেমায়েতের সভাপতি মাওলানা মাহফুজুল হককে বলেন, 'হজরত! আমরা বাংলা চর্চায় আপানাদের দেশের ইসলামি লেখকদের থেকে অনেক উপকৃত হচ্ছি৷ কিন্তু পৃষ্ঠপোষকতা না থাকায় কাঙ্ক্ষিত ফল পাচ্ছি না৷ আমরা এ ক্ষেত্রে আপনাদের সহযোগিতা কামনা করি৷'

মাওলানা মাহফুজ তাদের বলেন, আমরাও চাই আপনারা মাতৃভাষা (বাংলা) চর্চায় অগ্রসর হোন৷ বাংলাদেশে আজ থেকে ২০বছর আগে মাদরাসাগুলোতে বাংলা চর্চা তেমন ছিলোই না৷ আলহামদু লিল্লাহ! এখন ভাষা চর্চা বহুগুণে বেড়েছে৷ এবং তরুণরা বেশ এগিয়ে যাচ্ছে৷

আপনারাও নব উদ্যোগে শুরু করুন দেখবেন অল্প সময়ের ব্যবধানে অনেক এগিয়ে যেতে পারবেন৷ আর পশ্চিম বঙ্গের মাদরাসাগুলোর সাথে কেবল ভাষা চর্চার বিষয়ে যদি উভয় বাংলার মুরুব্বীগণ আগ্রহ দেখান তাহলে আমরা তা সাদরে গ্রহণ করবো৷ এতে এপার ওপার সবাই উপকৃত হবে৷ অবশ্য এর আগেও বেফাকের সাবেক মহা সচিব মরহুম মাওলানা আবদুল জাব্বার জাহানাবাদি রহ.এর সাথেও পশ্চিম বঙ্গের আলেমগণ বিষয়টি আলোচনা করেছিলেন৷

একটি নির্দিষ্ট টার্গেট নিয়ে বাংলা ভাষা চর্চা করুন৷ পঠন পাঠনেও বাংলাকে ব্যবহার করুন৷ একটা সময়ে এসে আমাদের দেশের মতো আপনারাও বাংলায় পারদর্শী হয়ে উঠবেন বলে আশা রাখি৷’

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ