বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৭ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬


‘ইয়াবা সম্রাট’ সেলিম গুলিতে নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

jashorযশোরের বেনাপোল সীমান্তে সেলিম (৪০) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বত্তরা। নিহত সেলিম ‘ইয়াবা সম্রাট’ হিসেবে পরিচিত।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে বেনাপোল সীমান্তের সিড়কী বটতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে।

সেলিম বেনাপোল পৌরসভার ভবারবেড় গ্রামের মৃত আবু তাহেরের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত সেলিম এলাকায় ইয়াবা সম্রাট হিসেবে পরিচিত। তার নামে বেনাপোল পোর্ট থানাসহ দেশের বিভিন্ন থানায় মাদকসহ এক ডজনেরও বেশি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের মামলা রয়েছে।

বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, খবর পেয়ে সেলিমের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ