মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৫ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬


সৌদিতে বহিষ্কৃত ৩৯০০০ পাকিস্তানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

pakistan_pasportআওয়ার ইসলাম: সৌদি গেজেটের এক প্রতিবেদনে জানা গেছে, গত চার মাসে সৌদি আরব থেকে ৩৯ হাজার পাকিস্তানিকে বহিষ্কার করা হয়েছে। বসবাস ও কাজের আইন ভঙ্গ করার কারণে এসব সিদ্ধান্ত নেয় সৌদি সরকার।

জানা যায়, জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বেশ কিছু কর্মকাণ্ডের সঙ্গে বেশ কয়েকজন পাকিস্তানি নাগরিকের সম্পৃক্ত থাকার ঘটনায় মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। শুধু তাই নয় মাদক পাচার, চুরি, জালিয়াতি এবং যৌন নিপীড়নের অভিযোগে বেশ কয়েকজন পাকিস্তানিকে আটক করা হয়েছে।

এমন পরিস্থিতিতে সৌদির শূরা কাউন্সিলের নিরাপত্তা কমিটির চেয়ারম্যান আবদুল্লাহ আল সাদৌন পাকিস্তানিদের কাজে নেয়ার আগে ভালো করে যাচাই বাছাইয়ের আহ্বান জানিয়েছেন।

নিরাপত্তার স্বার্থে সৌদিতে কাজের উদ্দেশে আসা পাকিস্তানি নাগরিকদের ভালোভাবে পরীক্ষা করতে বলেছেন তিনি। সাদৌন বলেন, পাকিস্তানি নাগরিকদের সৌদিতে কাজ দেয়ার আগে সৌদি এবং পাকিস্তান দুই দেশকেই ভালোভাবে জানতে হবে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ