মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৫ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬


হিজাব পরায় লাঞ্ছিত জর্জিয়ার ছাত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

asma_elhuniআওয়ার ইসলাম: হিজার পরায় লাঞ্ছিত হলেন আমেরিকার বিখ্যাত জর্জিয়া স্টেট ইউনিভার্সিটিরর এক ছাত্রী। আসমা ইলহুনি নামের ওই ছাত্রী জর্জিয়া স্টেট ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের স্নাতক পর্যায়ের ছাত্রী।

এক আমেরিকান নাগরিকই তাকে লাঞ্ছিত করেন। আসমা নিজেও আমেরিকার নাগরিক।

৩৯ বছর বয়সী আসমা ইলহুনি বলেন, আমি কফি শপে গিয়ে ল্যাপটপে বসে কাজ করছিলাম। এ সময় ওই ব্যক্তি এসে কোনো কিছু না বলেই মোবাইলে আমার ছবি তোলা শুরু করেন।

আসমা বলেন, আমি লোকটিকে জিজ্ঞাসা করি, তুমি কি আমার ছবি তুলেছো? চলে যাওয়ার ভঙ্গিতে সে বলে, আমাকে তার ভালো লেগেছে। তাই ১১টি ছবি তুলেছে। বলেই হাসতে থাকে সে। আমি তার কাছ থেকে আমাকে করা ভিডিও টেপ ফেরত চাই। এরপরই তিনি চটে যান। আমাকে বলতে থাকেন, তুমি কি শ্বেতাঙ্গ? এরপর লোকটি আমার পাশে জোর করে বসার চেষ্টা করে এবং এক পর্যায়ে চিৎকার করে বলে ওঠে, তোমার কি গ্রিন কার্ড আছে? এ সময় সে আমাকে কয়েকবার ধাক্কাও দেয়।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে প্রবেশে সাতটি মুসলিম দেশের নাগরিকদের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছেন নব্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আরআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ