মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
রাষ্ট্রের দায়িত্বে কে যাবেন সেই ফয়সালা আল্লাহ করবেন : জামায়াতে আমির শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান অধ্যাপক আখতার ফারুক রহ.-এর জীবন-কর্ম আলোচনা সভা অনুষ্ঠিত হেফাজতের মহাসমাবেশ সফলে সাভারে উলামা সম্মেলন অনুষ্ঠিত  কারাগারে পাঠানোর নির্দেশের পর জামিন পেলেন মাওলানা মাসউদুল করীম ইজতেমা মাঠের মামলায় মাওলানা মাসউদুল করীম কারাগারে নারী সংস্কার কমিশনের ত্রুটি জানানো হলো ঐকমত্য কমিশনকে ভারতের আক্রমণ মোকাবেলায় পাকিস্তানের প্রস্তুতি

ইসলামী আন্দোলন কাতার কেন্দ্রীয় কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

isha_qatarআওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশ কাতার কেন্দ্রীয় কমিটির ২০১৭-১৮ সেশনের অভিষেক অনুষ্ঠান রাজধানী দোহার রমনা হোটেলে অনুষ্ঠিত হয়। হাফেজ মাওলানা নুরুল আনোয়ারের সভাপতিত্বে ও মুহাম্মাদ নুরুল্লাহ মিয়াজীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টলার ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া দারুল মা’আরিফের সহকারী মহাপরিচালক ড. শায়খ জসিম উদ্দিন নদভী।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আন্দোলন, একটি বিপ্লব, একটি ইতিহাস। তাই এই আন্দোলনের সকল দায়িত্বশীল কর্মীদের সর্বোচ্চ ত্যাগের মানসিকতা সৃষ্টি করতে হবে।

ইসলামের দাওয়াত নিয়ে প্রতিটি আদম সন্তানের কাছে যেতে হবে। উত্তম আদর্শের মাধ্যমে সকল মানুষের অন্তরে স্থান করে নিতে হবে। তবেই আমাদের বিজয় অর্জন করা সহজতর হবে। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেম হজরত মাওলানা শায়খ এমদাদুল্লাহ, মাওলানা আবদুল হালিম, মাওলানা গোলাম রাব্বানি বাংলাদেশ সাংবাদিক ফোরাম কাতারের সভাপতি অধ্যাপক এ কে এম আমিনুল হক, মাওলানা এরশাদুল্লাহ।

বক্তব্য রাখেন আন্দোলনের সহ সভাপতি মাওলানা জসিমউদ্দিন, মাওলানা আবদুল বাতেন, সেক্রেটারি হাফেজ মাওলানা ত্বহা সিদ্দিকী, মুহাম্মাদ কামরুল হাসান, মাওলানা আব্দুর রহমান ফারুকী। উপস্থিত ছিলেন মাওলানা ওয়ালিউল্লাহ ,হাফেজ এহসানুল হক, মুহাম্মাদ ওয়ালিউল্লাহ, হাফেজ এমদাদুল্লাহ প্রমুখ।

অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত করেন কারী নুর মোহাম্মদ ,কারী মুহাম্মাদ উল্লাহ, হাফেজ আইনুল আরেফিন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ