মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

বিশ্ব ইজতেমায় মাওলানা সা’দকে নিষিদ্ধের খবর ভারতীয় মিডিয়ায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম
দেওবন্দ থেকে

নয়া দিল্লির তাবলিগি মারকাজ নিজামুদ্দীনের মুরব্বি মাওলানা সাদ কান্ধলভীর বিতর্কিত বক্তব্য ও এর প্রেক্ষিতে দারুল উলুম দেওবন্দের ফতোয়া জারির পর নিঃশর্ত রুজু না করার কারণে বাংলাদেশের প্রাচীন দীনি মাদরাসা আল জামিয়াতুল আহলিয়া মঈনুল ইসলাম হাটহাজারী আগামী জানুয়ারিতে বাংলাদেশে অনুষ্ঠেয় বিশ্ব ইজতেমায় নিষিদ্ধ ঘোষণা করেছে বলে রিপোর্ট প্রকাশ করেছে ভারতের বেশ কয়েকটি দৈনিক।

রিপোর্টে বলা হয়েছে, মাওলানা সা'দের ইসলাম সাংঘর্ষিক বয়ানের বিরুদ্ধে দারুল উলুম দেওবন্দ থেকে জারিকৃত ফতোয়ার প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে মঈনুল ইসলাম হাটহাজারীর সম্মানিত মহা পরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর আমির আল্লামা শাহ আহমদ শফী স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের সকল উলামা ও মুফতিয়ানে কেরাম দারুল উলুম দেওবন্দের ফতোয়ার সাথে সহমত পোষণ করেছেন৷

রিপোর্টে বলা হয়, আল্লামা শাহ আহমদ শফি বলেছেন, যতক্ষণ পর্যন্ত না মাওলানা সা'দ নিজের অবস্থান থেকে ফিরে আসেন তাকে বাংলাদেশে আসার অনুমতি নেই৷ আল্লামা শফি বলেন, মাওলানা সা’দ বাংলাদেশে আসলে দ্বীনের বড় ধরনের ক্ষতি হতে পারে৷ উলামা ও মুবীল্লিগদের মাঝে এখতেলাফ বেড়ে যেতে পারে৷ তাই আগামী বিশ্ব ইজতেমায় তার উপস্থিত না হওয়াই সমচীন মনে করছি৷

উল্লেখ্য, দেওবন্দের সম্মানিত উস্তাদ মুফতি ইশতিয়াক এর বর্ণনা মতে, আল্লামা আহমদ শফি (হাফিযাহুল্লাহু) দারুল উলুম দেওবন্দ বরাবর একটি চিঠি পাঠিয়েছেন৷ তবে ওই চিঠির বিস্তারিত এখনো জানা জায়নি৷ বিষয়টি আজ ভারতের কয়েকটি জাতীয় দৈনিকের প্রথম পাতায়ও ছাপা হয়েছে৷

এ বিষয়ে হাটহাজারী মাদরাসায় যোগাযোগ করা হলে কেউ মন্তব্য করতে রাজি হননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক উস্তাদ জানিয়েছেন, আল্লামা আহমদ শফী কয়েকদিন আগে একটি চিঠি পাঠিয়েছেন দারুল উলুম দেওবন্দে। সেখানে মাওলানা সাদ সাহেবের বিষয়টি থাকতে পারে।

আরো পড়ুন : বিশ্ব তাবলিগের মুরব্বি মাওলানা সা’দ সম্পর্কে দেওবন্দের বিশেষ ফতোয়া

বিশ্বতাবলিগের আমির সম্পর্কে দেওবন্দের ফতোয়া: কিছু বিভ্রান্তি ও তার জবাব

দেওবন্দের ফতোয়ার প্রেক্ষিতে পাঠানো মাওলানা সা’দের চিঠি

 

 

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ