মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
রাষ্ট্রের দায়িত্বে কে যাবেন সেই ফয়সালা আল্লাহ করবেন : জামায়াতে আমির শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান অধ্যাপক আখতার ফারুক রহ.-এর জীবন-কর্ম আলোচনা সভা অনুষ্ঠিত হেফাজতের মহাসমাবেশ সফলে সাভারে উলামা সম্মেলন অনুষ্ঠিত  কারাগারে পাঠানোর নির্দেশের পর জামিন পেলেন মাওলানা মাসউদুল করীম ইজতেমা মাঠের মামলায় মাওলানা মাসউদুল করীম কারাগারে নারী সংস্কার কমিশনের ত্রুটি জানানো হলো ঐকমত্য কমিশনকে ভারতের আক্রমণ মোকাবেলায় পাকিস্তানের প্রস্তুতি

ভেনিস জামে মসজিদে ওয়াজ মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

venis5আওয়ার ইসলাম: ইতালির অন্যতম প্রধান পর্যটন নগর ভেনিসে স্থানীয় জামে মসজিদের উদ্যোগে এক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা ছিলেন, বিশিষ্ট আলেমে দীন ও ইংল্যান্ডের ভেরি পার্ক জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল হান্নান।

বিশেষ বক্তা ছিলেন, লন্ডন মসজিদের ইমাম মাওলানা আব্দু সাত্তার, রোমের মসজিদুল আকসার ইমাম মাওলানা রহমতুল্লাহ কাসেমী, ইয়েজলো জামে মসজিদের ইমাম মাওলানা জাকির হোসাইন।

গতকাল (শনিবার) মেসত্রের একটি অডিটরিয়মে আয়োজিত এ অওয়াজ মাহফিল বাদ আসর থেকে শুরু হয়ে রাত ১১টায় শেষ হয়। ওলামায়ে কেরাম বলেন, এখন রবিউল আউয়াল মাস। এ মাসে সর্বকালের শ্রেষ্ঠ মানুষ, মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সা. জন্মগ্রহণ এবং মৃত্যু বরণ করেছিলেন। রাসুলের জন্ম তারিখ নিয়ে মতভেদ থাকলেও মৃত্যু দিবস নিয়ে কোনো দ্বীমত নেই। সুতরাং ১২ রবিউল আউয়ালে শুধু মিলাদুন্নবী উদযাপন না করে সিরাতুন্নবী উদযাপন করা বেশি যুক্তিযুক্ত।

তারা বলেন, প্রতিটি ধর্মপ্রাণ মুসলমানের উচিৎ মনোযোগ সহকারে রাসুলের সা. সীরাত অধ্যায়ন করা এবং সেই মোতাবেক নিজের এবং পরিবারিক জীবন পরিচালনা করা। ভেনিস জামে মসজিদের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে এ ওয়াজ মাহফিলে স্থানীয় ওয়ামায়ে কেরামগণ ওয়াজ নসিহত করেন। সভাপতি মোহাম্মদ আলী বলেন, ভেনিসে এখন যে মসজিদে আমরা নামাজ আদায় করি এটা প্রায় সাড়ে তিন লাখ ইউরো দিয়ে ক্রয় করা হয়েছে। কিন্তু জায়গা ছোট হওয়ায় মুসল্লি সংকুলন হয় না। প্রতি জুমার দিনে মুসল্লিদের নামাজ আদায় করতে অনেক কষ্ট হয়। একাধিক জামায়াত করতে হয়। আমরা চেষ্টা করছি আরো বড় পরিসরের একটা জায়গা কিনতে।

তিনি বলেন, আমরা যে জায়গাটা দেখেছি সেটা কিনতে প্রায় এক মিলিয়ন ইউরো দরকার হবে। মোহাম্মদ আলী সবাইকে আর্থিক সহযোগিতা নিয়ে এগিয়ে আসার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানান।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ