মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

নির্যাতিত রোহিঙ্গাদের পাশে দাঁড়ানো সরকার ও দেশবাসীর কর্তব্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

mkআওয়ার ইসলাম: মিয়ানমারে মুসলিম নির্যাতন ইস্যুতে মানবকল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত সেমিনারে উলামা-মাশায়েখগণ বলেছেন, মিয়ানমারের বৌদ্ধ জান্তা ও বোদ্ধ সন্ত্রাসীরা রোহিঙ্গাদের গণহত্যা চালাচ্ছে। এ যাবৎ পৃথিবীতে যত বর্বরতা ঘটেছে তার চেয়েও ভয়াবহ বর্বরতা ও গণহত্যা হচ্ছে। এ বর্বরতা পৃথিবীর বুকে সবচেয়ে ভয়াবহ গণহত্যা ও জাতিগত নিধন।

শনিবার বিকেলে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন মিলনায়তনে "নির্যাতিত রোহিঙ্গা মুসলিম ভাই-বোনদের পাশে দাঁড়াই"- শীর্ষক সেমিনারে তারা এসব কথা বলেন।

সেমিনারে আলোচনায় অংশ নেন, ড. মাওলানা মুশতাক আহমাদ, মাওলানা আবদুর রব ইউসুফী, বেফাকের যুগ্ম মহাসচিব মাওলানা মাহফুজুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অধ্যাপক এটিএম হেমায়েত উদ্দিন, বিশিষ্ট লেখক, গবেষক মাওলানা নাসীম আরাফাত, নয়াটোলা কামিল মাদরাসার হেড মুহাদ্দিস মুফতী আবদুস সালাম, টঙ্গী দারুল উলূম মাদরাসার প্রিন্সিপাল মুফতী মাসউদুল করিম, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সাবেক খতীব মাওলানা কারী আবুল হোসাইন প্রমুখ।

সভাপতিত্ব করেন মানবকল্যাণ ঐক্য পরিষদের সভাপতি, বিশিষ্ট মুহাদ্দিস মাওলানা আবদুল আখির। অনুষ্ঠান পরিচালনা করেন, মুফতী ইয়াসিন ও মুফতী সুলতান আহমদ।

সেমিনারে বক্তারা বলেন, মিয়ানমারে সেনাবাহিনী-পুলিশ ও রাখাইন রাজ্যের বৌদ্ধদের দ্বারা যে গণহত্যা চলছে তা থেকে নারী-শিশু, বৃদ্ধ-বৃদ্ধা কেউই রেহাই পাচ্ছে না। বৌদ্ধ রাখাইনদের টার্গেট হলো, নিরস্ত্র রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীকে চরম নির্যাতনের মাধ্যমে নির্মূল করে দেওয়া। তাই যারা সম্পূর্ণ নিরুপায় হয়ে প্রাণভয়ে একটুখানি আশ্রয়ের আশায় বাংলাদেশের সীমান্তে এসে দাঁড়িয়েছে, তাদেরকে যদি আমরা আশ্রয় না দিয়ে ফিরিয়ে দেই তাহলে তারা যাবে কোথায়?

বক্তাগণ বলেন, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সার্বিক সাহায্যে এগিয়ে আসা সরকার ও আমাদের সকলের কর্তব্য।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ