বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

ধর্মের অপব্যাখ্যা রোধে ইমামদের এগিয়ে আসার আহবান: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

inu-2আওয়ার ইসলাম: মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (টিএসি) মিলনায়তনে আয়োজিত ‘আন্তঃধর্মীয় সম্প্রীতি সম্মিলন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এই আহবান জানান।

‘মুক্তিযুদ্ধের চেতনায় রুখবো আমরা জঙ্গিবাদ' স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ও মুক্তিযুদ্ধভিত্তিক সংগঠন অপরাজেয় বাংলা যৌথভাবে এই অনুষ্ঠানে আয়োজন করে।

দেশজ সংস্কৃতিকে অস্বীকার করে তারাই জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের মদদ দাতা মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, ‘ধর্মের নামে জঙ্গি ও সন্ত্রাসীদের অপব্যাখ্যা দূর করতে ধর্মীয় উপাসনালয়ের প্রধানদের এগিয়ে আসতে হবে। যারা ধর্ম চর্চার নামে দেশজ সংস্কৃতিকে অস্বীকার করে তারাই জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের মদদ দাতা। ধর্মের জন্য মানুষ নয়, মানুষের জন্য ধর্ম।’

‘ধর্মের সাথে দেশের কোনো সংঘর্ষ নেই। এই দেশের চার হাজার বছরের সভ্যতা বিকশিত হয়েছে। এই সভ্যতার মাধ্যমেই দেশে বিভিন্ন ধর্মের আর্বিভাব হয়েছে।’

‘ধর্মের টুপি’ সামনে আনলে মনুষ্যত্বের কারণে সংঘর্ষ হয় বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘দেশ রক্ষা করতে চাইলে, ধর্ম রক্ষা করতে চাইলে, জঙ্গিবাদ থেকে দূরে থাকুন। আমাদের সংবিধান প্রত্যেক ধর্মেরই স্বীকৃতি দিয়েছে। জঙ্গিবাদ একটা মনগড়া ব্যবস্থা, যা গণতন্ত্র ও সন্ত্রাস বিরোধী। মানুষ বহু পথে এগোয়, যার যার ধর্ম তার তার কাছে। কোনো ধর্মই মানুষকে ছোট করে না।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমদ, ইসলামি স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রশিদ, ঢাকা রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী ধ্রুবেশানন্দ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পার্লি বিভাগের উপাধ্যক্ষ অধ্যাপক জিনো বোধি ভিক্ষু, নটরডেম কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফাদার বেঞ্জামিন ডি কস্তা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দেলোয়ার হোসেন।

এবিআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ