বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৭ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

ফটিকছড়িতে চেয়ারম্যানের বিরুদ্ধে গৃহপ্রিচারিকা হত্যার অভিযোগ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম ওমর ফারুক আজাদ; ফটিকছড়ি
vujpur2চট্টগ্রামের ফটিকছড়ির বাগান বাজার ইউপি চেয়ারম্যানের রুস্তম আলীর বিরুদ্ধে গৃহপরিচারিকাকে (কাজার মেয়ে) হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহত গৃহপরিচারিকা শিরিন আক্তার (২৯) এর পিতা তাজুল ইসলাম বাদী হয়ে কোর্টে মামলা দায়ের করেছেন। মামলায় চেয়ারম্যান রুস্তম আলী ও তাঁর ছেলে সাইফুল ইসলামসহ ১১ জনকে আসামী করা হয়েছে।
অভিযোগ আমলে নিয়ে তা এফআইআর হিসেবে নথিভুক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ভূজপুর থানার ওসিকে নির্দেশ দেন। গত (৩ নভেম্বর) চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুন্সি মো.মশিউর রহমান এ আদেশ দেন। গত ২৭ অক্টোবর রাতে এ
হত্যাকান্ডের ঘটনা ঘটলেও তা এতদিন গোপন রাখেন ঘটনার সঙ্গে জড়িতরা। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইমরানুল করিম পারভেজ অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযোগের ভিত্তিতে জানা যায়, ২০১১ সালে একই ইউনিয়নের ফুলছড়ি গ্রামের নুরুল আমিনের সঙ্গে বিয়ে হয় শিরিনের। কিছুদিন সংসার করার পর তাদের বিচ্ছেদ হয়। এরপর শিরিন বাগানবাজার ইউপি চেয়ারম্যান রুস্তম আলীর বাড়িতে গৃহপরিচারিকার কাজ শুরু করেন। রুস্তম আলীর স্ত্রী মারা যাওয়ার পর শিরিনের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়েন রস্তম। এ সময় শিরিনকে স্ত্রীর মর্যাদায় রাখবেন বলেও আশ্বস্ত করা হয়। শিরিনকে সেখান থেকে নিয়ে অন্যত্র বিয়ে দেয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু তাতেও বাধা দেন চেয়ারম্যান রুস্তম। এর মধ্যে গত ২৮ অক্টোবর শিরিনের মৃত্যুর খবর পান পরিবার। পরে তারা সেখানে যান। এ সময় রুস্তম আলী শিরিনের মাকে ম্যানেজ করার চেষ্টা করেন। ব্যর্থ হয়ে শিরিনের বাবা-মাকে হুমকি দিয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখান বলে সূত্রে জানায়।
শিরিনের বাবা তাজুল ইসলাম বলেন, মেয়েকে মেরে ফেলা হয়েছে। তারপর মরদেহ গুম করেদেয় তারা। বিষয়টি সম্পূর্ণ গোপন রেখে তারা নানা চক্রান্ত করছে। এ ব্যাপারে, চেয়ারম্যান রুস্তম আলীর সাথে যোগাযোগ করার জন্য মোবাইলে ফোন করা হলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে তার ছেলে সাইফুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বাবা রুস্তম আলী গত এক সপ্তাহ আগে চিকিৎসার জন্য ইন্ডিয়া গেছে, হত্যাকন্ডের ব্যাপারে আমরা কিছু জানিনা। ওই মেয়ের আমরা চিনি না। মামলার ব্যাপারে আমি শুনেছি মামলা হয়েছে তবে বিএনপি-জামায়াতের কিছু নেতা আমাদের মান-সম্মান নষ্ট করা জন্য এ কাজ করছে।
এ ব্যাপারে ভূজপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ প্রথমে বলেন এ ধরনের কোন আদেশের কপি পাননি। পরে বলছে পেয়েছি। কখন পেয়ে পেয়েছেন বলা হলে তার কোন উত্তর দেননি।
আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ