মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
রাষ্ট্রের দায়িত্বে কে যাবেন সেই ফয়সালা আল্লাহ করবেন : জামায়াতে আমির শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান অধ্যাপক আখতার ফারুক রহ.-এর জীবন-কর্ম আলোচনা সভা অনুষ্ঠিত হেফাজতের মহাসমাবেশ সফলে সাভারে উলামা সম্মেলন অনুষ্ঠিত  কারাগারে পাঠানোর নির্দেশের পর জামিন পেলেন মাওলানা মাসউদুল করীম ইজতেমা মাঠের মামলায় মাওলানা মাসউদুল করীম কারাগারে নারী সংস্কার কমিশনের ত্রুটি জানানো হলো ঐকমত্য কমিশনকে ভারতের আক্রমণ মোকাবেলায় পাকিস্তানের প্রস্তুতি

বুকের ভেতর লাল নীল কষ্টগুলো লিখতে বাধ্য করলো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতী ফয়জুল্লাহ
মহাসচিব, ইসলামী ঐক্যজোট

mufti-foyjullahবুকের ভেতরে লাল নীল কষ্টগুলো লিখতে বাধ্য করলো।এ কষ্টের যন্ত্রণা গভীর। আমি একা নই, সিলেটের সরকারি মহিলা কলেজের ছাত্রী,আমাদের বোন খাদিজা আক্তার নার্গিসকে বীভৎস,সন্ত্রাসী, নৃশংস, বর্বর এবং প্রকাশ্যে কুপিয়ে হত্যাচেষ্টার বর্বরতম ঘটনায় আজ লাল নীল কষ্টে ভাসছে বাংলাদেশ। খদীজার জন্য হাহাকার করছে সব মানবিক মন।

আমি ক্ষুব্ধ,হতবাক। ক্ষুব্ধ সারা দেশের মানুষ। খাদিজার ওপর এই নির্মম ঘৃণ্য হামলার ঘটনা বিচারহীনতার সংস্কৃতির ফসল। বিভিন্ন সময় নারীর ওপর সহিংসতার ঘটনাগুলোর ন্যায় বিচার হলে,ইনসাফের সংস্কৃতি চালু থাকলে আজকের এ অবস্থার সৃষ্টি হতো না।

জানি না ,এর বিচার হবে কি না? নাকি শত সহস্র অমানবিক ঘটনার মত এই বর্বরতা, নির্মমতা,নিষ্ঠুরতার কথা সবাই একদিন বে মা'লুম ভুলে যাবে!

আমি হামলাকারী বদরুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। রাজনৈতিক পরিচয়ে যেন ঘটনার হোতা বেঁচে না যায় সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহবান জানাচ্ছি।

আমরা সুস্পষ্ট ভাবে বলছি,ধর্ষণ নয়,ভোগ্যপণ্য নয়, মিথ্যা স্লোগান নয়। নারীকে মায়ের কাতারে দাঁড় করান। নারী হবে মানুষ। নারী হবে আপনার মা। নারী হবে আপনার বোন। নারী হবে আপনার স্ত্রী। নারীকে মানুষের মর্যাদা দিন। নারীর মর্যাদা সমুন্নত করুন।

পরিস্কার করে বলতে চাই, তথাকথিত প্রগতিশীলতার ধ্বজাধারীরা সুকৌশলে নারীদেরকে লালসার বস্তুতে পরিণত করার সুচতুর দুর্গন্ধময় পথ উম্মুক্ত করছে। কথিত নারীবাদীদের কাছে আজ নারীরা ভয়াবহ লালসার শিকার হচ্ছে। তারাই ভোগ্যপণ্য হিসাবে তুলে ধরছে নারীদের। তারাই নারী অধিকারের কথা বলে, নারী স্বাধীনতার মিথ্যা শ্লোগান দিয়ে পথে ঘাটে নির্যাতন করছে নারীদের।

মুফতি ফয়জুল্লাহ’র ফেসবুক পেইজ থেকে

আরআর

desh2


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ