মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
রাষ্ট্রের দায়িত্বে কে যাবেন সেই ফয়সালা আল্লাহ করবেন : জামায়াতে আমির শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান অধ্যাপক আখতার ফারুক রহ.-এর জীবন-কর্ম আলোচনা সভা অনুষ্ঠিত হেফাজতের মহাসমাবেশ সফলে সাভারে উলামা সম্মেলন অনুষ্ঠিত  কারাগারে পাঠানোর নির্দেশের পর জামিন পেলেন মাওলানা মাসউদুল করীম ইজতেমা মাঠের মামলায় মাওলানা মাসউদুল করীম কারাগারে নারী সংস্কার কমিশনের ত্রুটি জানানো হলো ঐকমত্য কমিশনকে ভারতের আক্রমণ মোকাবেলায় পাকিস্তানের প্রস্তুতি

কওমি মাদরাসা শিক্ষা কমিশনের শর্ত মেনে সনদের স্বীকৃতি দিতে হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

gahar-dangaআওয়ার ইসলাম: কওমি মাদরাসার ইতিহাস, ঐতিহ্য, স্বতন্ত্র বৈশিষ্ট্য অক্ষুন্ন রেখে দারুল উলুম দেওবন্দের মৌলিক আট নীতির আলোকে কওমি মাদরাসান সনদের স্বীকৃতি দাবি করেছেন বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা (কওমি মাদরাসা শিক্ষা বোর্ড গওহরডাঙ্গার)’র নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) বোর্ডের মজলিসে সাধারণ সভায় নেতৃবৃন্দ এ দাবী জানান। গওহরডাঙ্গা মাদরাসার মহাপরিচালক ও বোর্ডের চেয়ারম্যান মুফতি রুহুল আমীনের সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় দক্ষিণবঙ্গের সহস্রাধিক মাদরাসার মুহতামিম ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে মুফতি রুহুল আমীন বলেন, কওমি মাদরাসার সনদের স্বীকৃতি সব থেকে বেশি প্রয়োজন আমার। কারণ আমি যাদের প্রতিনিধিত্ব করি তাদের ভবিষ্যত কওমি সনদের সঙ্গে সস্পৃক্ত। সনদের স্বীকৃতি না থাকার ফলে লুকিয়ে লুকিয়ে কওমির ছেলেরা স্কুল-কলেজ ও আলিয়া থেকে পরীক্ষা দিয়ে সনদ নেয়। আমাদের মেধাগুলো তাদের জনসম্পদ হিসেবে গণ্য হয়। তাই আমাদের মেধাগুলোকে আমাদের মাঝে কাজে লাগানোর নিমিত্তে সনদের স্বীকৃতি দরকার। আর এ স্বীকৃতি কীভাবে গ্রহণ করলে যেভাবে কওমি মাদরাসার স্বকীয়তা বজায় থাকবে সেভাবেই স্বীকৃতি নেওয়া হবে। এটা নিয়ে অপব্যাখ্যা বা ভুল বুঝাবুঝির কোনো সুযোগ নেই।

মুফতি রুহল আমি দেশের নেতৃস্থানীয় আলেম-উলামাদের উদ্দেশে বলেন, আপনাদের কাছে আমার আরজ- কওমি মাদরাসায় পড়তে আসা শিক্ষার্থীরা আমাদের আমানত। এ আমানত অন্যের হাতে আমরা তুলে দিতে পারি না। বিষয়টি নিয়ে ভাবুন। ছোট-খাটো মতানৈক্য ভুলে কওমি সনদের স্বীকৃতির জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন। ঐক্যমতের ভিত্তিতে কওমি সনদের স্বীকৃতি আদায় করে নিতে হবে। এর কোনো বিকল্প নেই। এখানে পদ-পদবি মূখ্য নয়, নেতৃত্ব কোনো বিষয় নয়।

বক্তব্যে তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কওমি মাদরাসা শিক্ষা কমিশন- ২০১২ স্বীকৃতির জন্য যেসব শর্ত দিয়েছে সে সব শর্ত মেনে সনদের স্বীকৃতি দিতে হবে। কমিশনের রির্পোটের বাইরে গিয়ে কোনো কিছু চাপিয়ে দেওয়া চলবে না। আর সেটা কওমি মাদরাসা শিক্ষা বোর্ড গওহরডাঙ্গা মানবে না।

বৈঠকে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- মাওলানা শামছুল হক, মাওলানা নুরুল হক, মাওলানা কবিরুল ইসলাম, মুফতি নুরুল ইসলাম, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা ফরিদ আহমাদ, মাওলানা আবুল কালাম, মাওলানা আবদুর রাকিব, মাওলানা ঝিনাত আলী, মাওলানা আব্দুর রাশেদ, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা ফখরুল ইসলাম

সভায় সকল সদস্যের ঐক্যমতের ভিত্তিতে আগামী ২৭ অক্টোবর বৃহস্পতিবার সকাল দশটায় গোপালগঞ্জের পৌরপার্কে কওমি মাদরাসা সনদের স্বীকৃতির দাবিতে মহা সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ