বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

শেরপুরে নিখোঁজে ৬ দিন পর ময়মনসিংহে লাশ মিলল কলেজ ছাত্রের।

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

sherpur2মিনহাজ উদ্দীন॥ শেরপুর থেকে নিখোঁজের ৬ দিন পর ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন ব্রহ্মপুত্র নদী তীর থেকে লাশ উদ্ধার হয়েছে মিনহাজুল ইসলাম আকাশ (১৭) নামে এক কলেজ ছাত্রের। ১৭ অক্টোবর সোমবার সকালে তার লাশ উদ্ধার করে কোতয়ালী থানা পুলিশ। ওই ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জানা যায়, শেরপুর শহরের গৌরীপুর মহল্লার মৃত মফিজুল ইসলামের একমাত্র পুত্র মিনহাজুল ইসলাম আকাশ শেরপুর সরকারি কলেজের মানবিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। ১১ অক্টোবর দুপুরে প্রাইভেট পড়ার কথা বলে বাসা থেকে বের হলে সে আর ফিরেনি। সাথে থাকা মোবাইল ফোনটিও বন্ধ থাকায় খোজাখুজি করে না পেয়ে পরদিন আকাশের চাচা বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেন। সোমবার সকাল ৯টার দিকে খবর আসে তার লাশ উদ্ধারের।

ওই বিষয়ে আকাশের নিকটাত্মীয়, সাবেক ইউপি চেয়ারম্যান আতাউর রহমান আতা জানান, আকাশের পরনের প্যান্টে থাকা বন্ধ মোবাইলটি চালু করে পুলিশ সেভ করা নাম্বারে ফোন দিলে আমরা তার লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত হই। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে পুলিশ জানিয়েছে। কে, কি কারণে তাকে হত্যা করেছে- এ প্রশ্নের উত্তর এখনও না মিললেও ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার কারণে কেউ তাকে পরিকল্পিতভাবে ওই জায়গায় নিয়ে হত্যা করেছে।

এ ব্যাপারে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম জানান, সোমবার সকালে উদ্ধার হওয়া আকাশের শরীরে ধারালো অস্ত্রের বেশ কিছু জখম দেখা গেলেও সেগুলো দেখে মনে হচ্ছে কয়েকদিন আগেই তাকে হত্যা করা হয়েছে।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ