বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

ছাত্রীর সঙ্গে আপত্তিকর ভিডিও, ফেঁসে গেলেন শিক্ষক!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

laptopযশোর: ছাত্রীর সঙ্গে নিজের ধারণ করা আপত্তিকর ভিডিওচিত্রে ফেঁসে গেছেন এক শিক্ষক। তিনি রাজশাহীর গোদাগাড়ীর গুলগোফুর বালিকা উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের সহকারী শিক্ষক ময়েন উদ্দিন। তিনি বালিয়াঘাট্টা গ্রামের আশরাফুল ইসলাম মাস্টারের ছেলে।

সম্প্রতি শিক্ষক ময়েন ও ওই কলেজেরই একাদশ প্রথম বর্ষের এক ছাত্রীর অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিওচিত্র বাইরে ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা জানান, এসএসসি পরীক্ষার আগে ইংরেজির শিক্ষক ময়েন উদ্দিনের কাছে প্রাইভেট পড়ত ওই ছাত্রী। তাকে প্রেমের ফাঁদে ফেলে তার সঙ্গে দৈহিক সম্পর্ক গড়ে তোলেন ময়েন। ওই ছাত্রীর সঙ্গে অবৈধ মেলামেশার সময় শিক্ষক ময়েন তা মুঠোফোনে ভিডিও করে রাখেন। এরপর ভিডিওটি তিনি তার ল্যাপটপে সংরক্ষণ করেন।

সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জে তিনি তার ল্যাপটপ সার্ভিসিংয়ে দিলে ভিডিওটি বাইরে ছড়িয়ে পড়ে। ছড়িয়ে পড়ে ইন্টারনেটেও। এরপর সেটি স্থানীয়দের হাতে হাতে ছড়িয়ে পড়ে।

বৃহস্পতিবার বিকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামশুল করিম জানান, দুপুরে গুলগোফুর বালিকা উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের অধ্যক্ষ স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বহিষ্কার আদেশটি শিক্ষক ময়েন উদ্দীনের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

জানতে চাইলে অধ্যক্ষ আমিনুর রহমান বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর পরিচালনা পর্ষদের জরুরি সভা আহ্বান করা হয়। সভায় ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়। এই কমিটি প্রাথমিকভাবেই অভিযোগের সত্যতা পায়। একারণে নৈতিক শৃংখলা ভঙ্গের অভিযোগে শিক্ষক ময়েনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

অধ্যক্ষ জানান, তদন্ত কমিটি তাদের প্রতিবেদন দেয়ার পর পরিচালনা পর্ষদ সিদ্ধান্ত নেবে, শিক্ষক ময়েনকে স্থায়ী বরখাস্ত করা হবে কিনা।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ