মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৫ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬


মুছাকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

mitu-babulআওয়ার ইসলাম: সাবেক পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুর হত্যার ঘটনায় কামরুল সিকদার ওরফে মুছাকে ধরিয়ে দিতে পাঁচ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ।

আজ বৃহস্পতিবার সিএমপির দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।

মিতু হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে দুজন ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। এতে জানা গেছে, মুছার নির্দেশেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

তবে মুছা নিজেই হত্যা করেছে, না অন্য কারো নির্দেশে এ ঘটনা ঘটিয়েছে—তা জানতেই তাঁকে ধরা প্রয়োজন বলে জানান পুলিশ কমিশনার। আর এ জন্যই মুছাকে ধরতে পুরস্কার ঘোষণা করা হয়েছে।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ