মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

ফুলপুরে ইফা উপজেলা ফিল্ড সুপারভাইজারের পদে পরিবর্তন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ifaএম এ মান্নান, ফুলপুর থেকে : ইসলামিক ফাউন্ডেশন ময়মনসিংহের ফুলপুর উপজেলা ফিল্ড সুপারভাইজারের বিদায় ও বরণ মঙ্গলবার সকালে উপজেলা ইফা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশন ফুলপুর উপজেলা শাখার ফিল্ড সুপারভাইজার সাদেকুল ইসলামকে আনুষ্ঠানিকভাবে ফুলেল শুভেচ্ছাসহ বিদায় ও সিনিয়র ফিল্ড সুপারভাইজার খন্দকার আবু রওশন মোস্তফা জামানকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয়া হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইফার জেলা সহকারী পরিচালক এবিএম গোলাম সরওয়ার। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে ঊক্তব্য রাখেন, মাস্টার ট্রেইনার দেলোয়ার হোসেন, মডেল কেয়ার টেকার মাওলানা আসাদুজ্জামান জলিল, শিক্ষক সমিতির সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন, সহকারী কেয়ার টেকার মাওলানা ফজলুল হক আকন্দ প্রমুখ।

বিদায়ী ফিল্ড সুপারভাইজার উপস্থিত শিক্ষক কর্মকর্তা ইমামগণ ও উপজেলা প্রশাসনের ভূয়ুষী প্রশংসা করে বলেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আপনারা আমার জন্য দোয়া করবেন। সদ্য যোগদানকারী ফিল্ড সুপারভাইজার খন্দকার আবু রওশন মোস্তফা জামান বলেন, উপজেলা প্রশাসন ও আপনাদের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করছি। আপনাদের সহযোগিতা পেলে ফাউন্ডেশনের কার্যক্রমকে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারব হব, ইনশা আল্লাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি ইফার জেলা সহকারী পরিচালক এবিএম গোলাম সরওয়ার সবাইকে নিজ নিজ দায়িত্ব সুন্দর ও সঠিকভাবে পালন করার প্রতি গুরুত্বারোপ করে বক্তব্য দেন।

উল্লেখ্য, সাদেকুল ইসলাম ২০১০ সনের ১ সেপ্টেম্বরে যোগদান করেছিলেন। খন্দকার আবু রওশন মোস্তফা জামান আজ ২৮ সেপ্টেম্বর ফুলপুর ফিল্ড সুপারভাইজার পদে যোগদান করবেন।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ