মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত রাষ্ট্রের দায়িত্বে কে যাবেন সেই ফয়সালা আল্লাহ করবেন : জামায়াতে আমির শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান অধ্যাপক আখতার ফারুক রহ.-এর জীবন-কর্ম আলোচনা সভা অনুষ্ঠিত হেফাজতের মহাসমাবেশ সফলে সাভারে উলামা সম্মেলন অনুষ্ঠিত  কারাগারে পাঠানোর নির্দেশের পর জামিন পেলেন মাওলানা মাসউদুল করীম ইজতেমা মাঠের মামলায় মাওলানা মাসউদুল করীম কারাগারে

জয়ী হলে প্রথম মুসলিম পররাষ্ট্রমন্ত্রী নিয়োগের প্রতিশ্রুতি হিলারির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hilariআওয়ার ইসলাম: হিলারি ক্লিনটনের ফাঁস হওয়া ইমেল থেকে জানা গেছে নির্বাচনে যদি তার বিজয় হয়, তাহলে আমেরিকায় প্রথম মুসলিম পররাষ্ট্রমন্ত্রী নিয়োগের সম্ভাবনা রয়েছে।

বারাক ওবামার প্রথম পর্বের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ও তার সাবেক সহকারী মন্ত্রী হুমা আবেদীন মধ্যে ইমেইল বিনিময় থেকে জানা গেছে আমেরিকার ডেমোক্রেটিক প্রেসিডেন্ট মনোনীত হিলারি ক্লিনটন নির্বাচনে বিজয়ী হলে হুমা মাহমুদ আবেদীনকে পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ দিবেন।৪০ বছর বয়সী আবেদীনের বাবা ভারতীয় এবং মা পাকিস্তানি। তিনি আমেরিকা মিশিগানে জন্মগ্রহণ করেন। আবেদীনের দুই বছর বয়সে পরিবারের সাথে সৌদি আরবের জেদ্দা শহর ভ্রমণ করেন। শৈশব এবং কৈশোর আবেদীন বেশ কয়েক জায়গায় ভ্রমণ করেছেন এবং লেখাপড়া করার জন্য আবারও আমেরিকায় ফিরে যান। ১৮ বছর বয়সে তিনি ওয়াশিংটনের জর্জ বিশ্ববিদ্যালয়ের প্রবেশ করেন।

হিলারি ক্লিনটন যখন আমেরিকার পররাষ্ট্র মন্ত্রী ছিলেন, তখন আবেদীন হিলারি ক্লিনটনের দপ্তর প্রধান হিসেবে কর্মরত ছিলেন। ২০০৮ প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারণার সময় ক্লিনটন সহকারী হিসেবে ছিলেন এবং বর্তমানে (২০১৬) প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারণার সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

১৯৯৬ সালে হোয়াইট হাউসে ক্লিনটনের সহকারী সচিব নিয়োগের জন্য একটি প্রশিক্ষণ কোর্স হয়। উক্ত প্রশিক্ষণ কোর্স আবেদীন সফল ভাবে উত্তীর্ণ হন।

আবেদীনের বর্তমান বয়স ৪০ এবং তিনি যদি আমেরিকার প্রথম মুসলিম পররাষ্ট্রমন্ত্রী হিসাবে বিবেচিত হয়, তাহলে তিনি আমেরিকার ইতিহাসে কনিষ্ঠতম পররাষ্ট্রমন্ত্রী বিবেচিত হবেন।

আবেদীন ২০০৯ ধেতে ২০১৩ পর্যন্ত, আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক হিসাবে দায়িত্ব পালন করেছেন। ক্লিনটন পরিবারের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্কও রয়েছে। তিনি তাদের পরামর্শেই প্রথম স্বামী এন্থনি ইউনারের সাথে বিবাহ করেছিলেন।

তবে ক্লিনটনের প্রচারণা দফতর থেকে জানানো হয়েছে যে তিনি এখনও কাউকে এই পদের জন্য মনোনয়ন করেন নি।

ট্রাম্পের ইসলামবিরোধী বক্তব্যের পর আবেদীন ক্লিনটনকে একটি খোলা চিঠি লিখে জানিয়ে দিয়েছেন আমি একজন মুসলমান এবং এর জন্য আমি গর্বিত। আর ট্রাম্পের বক্তব্য আমেরিকার সংবিধান বিরোধী।

সূত্র: ইকনা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ