শনিবার, ২৪ মে ২০২৫ ।। ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ ।। ২৬ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
ইসরায়েলি সেনাবাহিনী মজা করে বেসামরিক মানুষ হত্যা করছে ছাত্র জমিয়ত বাংলাদেশে কেন্দ্রীয় সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত  মজলিসে আমেলার বৈঠকে জমিয়তে উলামায়ে ইসলাম ‘ড. ইউনূসকে পদত্যাগ করালে বিপ্লবী সরকার গঠন করবে ছাত্র-জনতা’ আলাপ-আলোচনার মাধ্যমে অর্থবহ সমাধান আসবে: জামায়াত আমির নোয়াখালীতে আন-নুর হিফজুল কুরআন প্রতিযোগিতা লন্ডনে শেখ হাসিনা সংশ্লিষ্টদের ৯০ মিলিয়ন পাউন্ডের সম্পত্তি জব্দ প্রধান উপদেষ্টার যেসব চাপে থাকার কথা জানালো নিউইয়র্ক টাইমস হজে গিয়ে অসুস্থ ১১১ বাংলাদেশি, হাসপাতালে ৩০ ইসলাম গ্রহণের পর জবি শিক্ষার্থীর হৃদয়ছোঁয়া আহ্বান – "একবার কুরআন পড়ুন"

ইবরাহিমী চেতনায় উজ্জীবিত হওয়ার নাম হজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

haj-soudiমাওলানা মুহাম্মদ আরাফাত; আওয়ার ইসলাম

ইসলামের পঞ্চম স্তম্ভের অন্যতম হজ্ব। হজ্ব মানে দৃঢ় ইচ্ছা করা। হজ্ব মানে, মহান রাজাধিরাজ আল্লাহ পাকের সান্যিধ্য লাভে নির্দিষ্ট দিনে কিছু নিয়ম নীতির অনুসরণ করা। মুনিবের দরবারে গোলামের হাজিরা দেওয়া। ফরজ ইবাদতের হাজিরা। অস্বীকারকারী হবে ঈমানহারা। এ যেন দৈহিক আত্মিক ও আর্থিক ইবাদতের সমন্বয় সাধন। কুরআনুল কারীমে আল্লাহ তায়ালা বলেন, প্রত্যেক সামর্থ্যবান মুমিনের উপর আল্লাহর জন্য বায়তুল্লাহর হজ্ব করা ফরজ।যে অস্বীকার করবে তার জেনে রাখা উচিৎ যে, নিশ্চয় আল্লাহ সৃষ্টিকুলের প্রতি মুখাপেক্ষী নন। সুরা আল ইমরান-৯৭

হজ্ব প্রেমিকের ভালবাসার আবেগে প্রেমাস্পদের আপ্লুত হওয়া। সাদা ছেঁড়া কাপড়ে জড়িয়ে নিজেকে সপে দেওয়া। যেন নিজেকে কবর ঘরের বরসাঁজে সাঁজিয়ে তোলা। এ যেন সাঁজানো পৃথিবীকে চির বিদায় জানানোর ঘোষণা দেওয়া। হজ্ব মানে বায়তুল্লাহর কালো গিলাফের সোনালি হরফে চোখ জুড়ানো। কালো পাথরে চুমো খেয়ে আত্মশুদ্ধি করা। গোনাহের কালো দাগ মোচন করা। গোনাহমুক্ত নতুন জীবনের শপথ গ্রহণ করা। যেন সদ্য ভূমিষ্ঠ নবজাতক। সাহাবি হজরত আবু হুরাইরা রা. বর্ণনা করেন, রাসুল সা. বলেন, যে ব্যক্তি কোনরুপ অশ্লীল কথা বা গোনাহের কাজে লিপ্ত না হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য হজ্ব সম্পন্ন করল, সে সদ্য ভূমিষ্ঠ শিশুর ন্যায় নিস্পাপ হয়ে ফিরল। বুখারি শরিফ:১৪৩১

হজ্ব ইবরাহিমী আজানের প্রতিধ্বনি। মুসলিম উম্মাহর মিলনমেলা। হাজ্বীদের পদভারে মক্কা নগরী পরিণত হয় ধূসর মরুর সাহারা। হাজ্বীগণ ইবরাহিমী চেতনায় নিজেকে করে উজ্জীবিত। আল্লাহ তায়ালা বলেন, মানুষের নিকট হজ্বের ঘোষণা করে দাও। তারা তোমার কাছে আসবে পায়ে হেটে এবং উটে চড়ে দূরপথ পাড়ি দিয়ে। সুরা হজ্ব: ২৭

হাজ্বীগণ সেলাইবিহীন সাদা কাপড়ে এলোমেলো চুল নিয়ে পাগল বেশে সাফা মারওয়া দৌড়াদৌড়ি করে। তাওয়াফে তাওয়াফে প্রভূর দরবারে করে আত্মসমর্পন।সাফা মারওয়া প্রভূর পরিচয় লাভের অন্যতম নিদর্শন। কুরআনুল কারীমের ঘোষণা, সাফা এবং মারওয়া আল্লাহ পাকের নিদর্শনাবলির অন্যতম। সুরা বাকারা : ১৫৮
বায়তুল্লাহর মুসাফির কখনো যমযম পাড়ে কুদরতি পানিতে তৃষ্ণা নিবারণ করে। কখনো কালো ঘরের চারপাশে খোদার প্রেমে হুমড়ি খেয়ে পড়ে। কখনো মিনায় কখনো মুযদালিফায় কখনো বা আরাফায় মকবুল হজ্বের মিনতি করে। গুনাহ মাফের দাবি নিয়ে বুকে জান্নাতের আশা বেঁধে অবস্থান করে। হজরত আবু হুরায়রা রা. বর্ণনা করেন, রাসুল সা. বলেন - এক ওমরা আদায় করার পর পরবর্তী ওমরা আদায় করা মধ্যবর্তী গুনাহসমূহের কাফফারা স্বরুপ। আর মাকবুল হজ্বের পুরস্কার জান্নাত। বুখারি শরিফ :১৬৫৮

লাব্বাইক লাব্বাইক ধ্বনিতে মুখরিত করে বায়তুল্লাহর চত্বর। মক্কার ইথারে ইথারে ভাসে খোদা ভক্তদের লাব্বাইক লাব্বাইক চিৎকার। অশ্র“জলে বুক ভাসিয়ে হাউমাউ করে কাঁদে বায়তুল্লাহর মেহমান। নবি প্রেমিকরা নবীপ্রেমের নজরানা দেয় মদিনার ধূলিকণা গায়ে মেখে। আর সালাত সালাম করে নবিজির রওজার পাশে। হজ্ব যেন পূণ্যের এক মহাসমাবেশ।

ধনী গরীব, আমীর ফকির, রাজা প্রজা সকল ভেদাভেদ ভুলে এক কাতারে এক পোষাকে মহান প্রভুর দরবারে এক সুরে এক তালে লাব্বাইক লাব্বাইক বলে হাজিরা দেয়। গায় ভ্রাতিত্বের জয়গান। তাই প্রভুর দরবারে এই আকুতি, কবুল কর বায়তুল্লাহর তরে আমাদের মিনতি।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ