শনিবার, ২৪ মে ২০২৫ ।। ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ ।। ২৬ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
নারায়ণগঞ্জে ওবায়দুল কাদের ও শামীম ওসমানের বিরুদ্ধে হত্যা মামলা 'ধরা পড়লে বলবা আমরা ইন্ডিয়া যাচ্ছিলাম, বিএসএফ তাড়া দেয়ায় আবার চলে আসছি' ‘একটি মশা আনো’- শব্দের পেছনে গা শিউরে ওঠার মতো বর্বরতা দায়িত্ব পালন অসম্ভব করে তুললে জনগণকে সঙ্গে নিয়ে সিদ্ধান্ত নেবে সরকার আগামীকাল ড. ইউনূসের সঙ্গে সর্বদলীয় বৈঠক মায়ের চোখের সামনে ট্রাক চাপায় শিশুর মৃত্যু ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু পরিস্থিতি মোকাবেলায় রাজনৈতিক দলগুলোকে শিশির মনিরের ১০ পরামর্শ ঝিনাইদহে ছাত্রশিবিরের কুরআন পাঠ প্রতিযোগিতা নোয়াখালীতে আন-নূর হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গরুর পেশাব মিশ্রিত পণ্য বর্জনের ডাক দেওবন্দের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

business_card_large_patanjali_front(1) copy

ফারুক ফেরদৌস : দারুল উলুম দেওবন্দের মুফতিরা ইয়োগা গুরু বাবা রাম দেও এর গাইয়ের পেশাব মিশ্রিত পাতাঞ্জলির প্রোডাক্ট ব্যাবহারকে নাজায়েজ সাব্যস্ত করেছেন। মুফতিরা এও বলেছেন, যে সব অংশে গাইয়ের পেশাব মিশ্রিত থাকে না তার ব্যাবহারে কোনো সমস্যা নেই।

সম্প্রতি এক ব্যক্তি দারুল উলুম দেওবন্দের ফতোয়া বিভাগের প্রশ্ন নং-৬৮৫১৯ এ জানায়, আজকাল সব জায়গায় পাতাঞ্জলির পণ্য বিক্রি হচ্ছে এবং কিছু বলছেন মুসলমানদের জন্য এর ব্যবহার বৈধ বলছেন আবার কিছু আলেম অবৈধ বলছেন। এই প্রশ্নের জবাবেই দারুল উলুমের মুফতিরা এই ফতোয়া দেন।

Patanjali

দারুল উলুম দেওবন্দের মুফতিরা বলেছেন, যদি পাতাঞ্জলির পণ্য গাইয়ের পেশাব মিশ্রিত হয় তাহলে তার ব্যবহার জায়েজ নেই। পেশাব মিশ্রিত না হলে ব্যবহার করা যেতে পারে। সাথে সাথে মুফতিরা পরামর্শ দিয়েছেন, যদি নিশ্চিতভাবে কিছু জানা না যায় তাহলে সতর্কতা অবলম্বন করাই উত্তম।

দারুল উলুমের এই ফতোয়া ব্যাপারে মুফতি আরশাদ ফারুকী বলেন, গাইয়ের পেশাব মিশ্রিত কোনো প্রোডাক্ট মুসলমানদের ব্যবহার করা সম্পূর্ণ হারাম। তিনি আরও বলেন যে কোম্পানি নিজেদের পণ্যে গাইয়ের পেশাব মেশায়, সে কোম্পানির ব্যাপারে কীভাবে আস্থা করা যায় যে তারা কোনো একটি পণ্যে গাইয়ের পেশাব মেলায়নি। সুতরাং সমাধান হলো ওই কোম্পানির পণ্য পুরোপুরি বর্জন করতে হবে।

দারুল উলুম দেওবন্দের প্রেস সচিব আশরাফ উসমানী বলেছেন, পেশাব নাপাক, তা কোনো প্রাণীর হোক বা মানুষেরই হোক। এজন্য পেশাব মিশ্রিত পণ্য ব্যবহার সম্পূর্ণ অবৈধ।

সূত্র : বাসিরাত অনলইন

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ